কাঁথিতে বিশ্ব মৎস্যজীবি দিবসে ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো
প্রতি বছর ২১ শে নভেম্বর বিশ্ব মৎস্য দিবস পালন করা হয়। অতিরিক্ত মাছ ধরা, অযাচিত মাছ ধরা কৌশল, আবাসস্থল ধ্বংস, মাছ ধরার অপ্রতুল পদ্ধতি এবং মিষ্টি জল ও সামুদ…
কাঁথিতে বিশ্ব মৎস্যজীবি দিবসে ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো
প্রতি বছর ২১ শে নভেম্বর বিশ্ব মৎস্য দিবস পালন করা হয়। অতিরিক্ত মাছ ধরা, অযাচিত মাছ ধরা কৌশল, আবাসস্থল ধ্বংস, মাছ ধরার অপ্রতুল পদ্ধতি এবং মিষ্টি জল ও সামুদ্রিক সম্পদের অন্যান্য হুমকির মতো মত্স্য সম্পর্কিত সমস্যাগুলির দিকে দৃষ্টি আকর্ষণ করতে বিশ্ব মৎস্য দিবস উদযাপিত হয়। মুখ্যত এই দিন পালনের মাধ্যমে স্বাস্থ্যকর জলজ বাস্তুতন্ত্রের গুরুত্ব তুলে ধরে, এটি বিশ্বের মৎস্যজীবনের টেকসই স্টককেও নিশ্চিত করে।
পশ্চিমবঙ্গ এর বিশাল মাছের বৈচিত্র্য। ফলস্বরূপ, প্রাকৃতিক জল সম্পদের পাশাপাশি পশ্চিমবঙ্গ মাছ উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য। অতএব, এই রাজ্যে মৎস্য বিকাশের জন্য বিশাল সুযোগ রয়েছে। জীববৈচিত্র্য বাস্তুতন্ত্রের স্থিতিশীলকরণে, পৃথিবীর সমস্ত প্রজাতির অন্তর্নিহিত মূল্য গ্রহণের জন্য সামগ্রিক পরিবেশগত মান রক্ষায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মৎস্যজীবী দিবসে কাঁথি মহকুমা খটি মৎস্যজীবী ইউনিয়ন এর উদ্যোগে আজ কাঁথি মীন ভবনে বিশ্ব মৎস্যজীবী দিবস পালন করা হলো।
কাঁথি মহকুমা মৎস্যজীবী উন্নয়ন সমিতির আয়োজনে আজ ২১শে নভেম্বর বিশ্ব মৎস্যজীবী দিবস উদযাপন হল মৎস্য দপ্তর কাঁথি মীনভবনে। মৎস্যজীবীদের পতাকা উত্তোলন প্রাক্তন সভাধিপতি স্বর্গীয় দেবব্রত দাসের প্রতি শ্রদ্ধা নিবেদন ও প্রবীণ মৎস্যজীবীদের সম্মান জানানোর মধ্য দিয়ে পালন হল। এই অনুষ্ঠানে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি উত্তম বারিক। এডিএফ মেরিন কন্টাই জয়ন্ত কুমার প্রধান।
কাঁথি মহকুমা খটি মৎস্যজীবী উন্নয়ন সমিতির সভাপতি আমিন সোহেল। এছাড়াও উপস্থিত ছিলেন কাঁথি মহকুমা খটি মৎস্যজীবী উন্নয়ন সমিতির সম্পাদক লক্ষীনারায়ন জানা।
সাথী মহকুমার বিভিন্ন ব্লক ও খটি এলাকায় মৎস্যজীবীদের সার্বিক সহযোগিতার অঙ্গীকার করছে এই সংস্থা। বিশেষ করে প্রান্তিক ও পিছিয়ে পড়া মৎস্যজীবীদের রোজগারের নিরাপত্তা ও প্রানের নিরাপত্তার দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিশ্ব মৎস্যজীবী দিবসে মৎস্যজীবীদের পাশে থাকার অঙ্গীকার দিচ্ছে মৎস্যজীবী সংগঠন।
No comments