Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বাণিজ্য শহরের রাজপথে কয়েক হাজার বৃহন্নলা!

বাণিজ্য শহরের রাজপথে কয়েক হাজার বৃহন্নলা! অভিনব কলশ যাত্রা করে শহরের মানুষের সুখ, সমৃদ্ধির জন্য মা ভবানী মন্দিরে পুজো দিলেন এই বৃহন্নলা সমাজ। গত কয়েকদিন ধরে বৃহন্নলাদের মহা সমারোহ চলবে বানিজ্য শহর শিলিগুড়িতে। দেশের প্রায় প্রত…

 




বাণিজ্য শহরের রাজপথে কয়েক হাজার বৃহন্নলা! 

অভিনব কলশ যাত্রা করে শহরের মানুষের সুখ, সমৃদ্ধির জন্য মা ভবানী মন্দিরে পুজো দিলেন এই বৃহন্নলা সমাজ। 

গত কয়েকদিন ধরে বৃহন্নলাদের মহা সমারোহ চলবে বানিজ্য শহর শিলিগুড়িতে। 

দেশের প্রায় প্রত্যেকটি শহর থেকে কমপক্ষে ৩০০০ বৃহন্নলাদের মহা সমাগম ঘটেছে মাটিগাড়ার একটি বেসরকারি হোটেলে। হরগৌরি পুজো দিয়ে শুরু হয়েছে কর্মসূচি, একে একে পুজো পাঠ, নাম সংকীর্তন থেকে শুরু করে যাবতীয় নিয়ম আচার চলছে। এরই মধ্যে আজ উত্থান একাদশীর শুভ মুহুর্তে কলশ নিয়ে যাত্রা শুরু করেন তারা। ঢাক-ঢোল নিয়ে নাচে গানে মেতে শিলিগুড়ির মহাত্মা গান্ধী মোড় থেকে শুরু হয় যাত্রা। একে একে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এসে পৌঁছয় বিধান রোডের বহু পুরনো মা ভবানী কালী মন্দিরে। সেখানে পুজো দিয়ে আবারো মহাত্মা গান্ধী মোড়ের দিকে রওনা দেন তারা। 

আজকের এই বর্নাঢ্য আয়োজনে অভিভূত বৃহন্নলারা। প্রায় হাজার খানেক বৃহন্নলা অংশ নিয়েছেন আজকের এই কলশ যাত্রায়। অন্যদিকে তাদের দেখভালের জন্য রাখা হয়েছে নিরাপত্তা রক্ষী। পাশাপাশি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফ থেকেও করা পুলিশি ব্যবস্থা করা হয় আজ। বৃহন্নলাদের

এই কলশ যাত্রা ঘিরে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য মোতায়েন ছিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের একাধিক থানার বিশাল পুলিশ বাহিনী। এছাড়া পানীয় জল থেকে জুসের বন্দোবস্তও করেছিলেন শহরের কতিপয় মানুষ। বৃহন্নলাদের দাবি, শহরের মানুষের যাতে সুখ-সমৃদ্ধিতে ভরপুর থাকে, সেই কামনা করেই এই আয়োজন চলছে গত কয়েকদিন ধরে। শিলিগুড়ির মানুষের আতিথেয়তা দেখে অভিভূত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বৃহন্নলা থেকে শহরের অন্দরের বৃহন্নলা সমাজ। তাই তারা চাইছেন, আবারও এই আয়োজন হোক শহর শিলিগুড়িতেই।

No comments