নন্দীগ্রাম বিধানসভায় তৃণমূল কর্মী আক্রান্ত
পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভায় আক্রান্ত তৃণমূল কংগ্রেস কর্মীর পরিবার, নন্দীগ্রাম ২ ব্লকের বয়াল ২ গ্রাম পঞ্চায়েতের ঘটনা।রাতের অন্ধকারে দুষ্কৃতীদের আক্রমণের শিকার হলো নন্দীগ…
নন্দীগ্রাম বিধানসভায় তৃণমূল কর্মী আক্রান্ত
পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভায় আক্রান্ত তৃণমূল কংগ্রেস কর্মীর পরিবার, নন্দীগ্রাম ২ ব্লকের বয়াল ২ গ্রাম পঞ্চায়েতের ঘটনা।
রাতের অন্ধকারে দুষ্কৃতীদের আক্রমণের শিকার হলো নন্দীগ্রাম-২ ব্লকের বয়াল দুই গ্রাম পঞ্চায়েতের রামচকের তৃণমূল কংগ্রেস কর্মী, প্রদীপ মাইতির ছেলে সন্দীপ মাইতি, সন্দীপ মাইতির দাবি গতকাল রাত্রে খেলা দেখে বাড়ি ফেরার সময় রাত সাড়ে দশটা নাগাদ একটি ইটভাটার সামনে কয়েকজন তার বাইক আটকায় এবং মারধর করা হয় বাইক ভাঙচুর করা হয়, সন্দীপ মাইতি আরো বলেন মূলত বিজেপি আসছেতো দুষ্কৃতীরা এইরকম হামলা করেছে এখন তিনি নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি।
তৃণমূল কংগ্রেস কর্মী প্রদীপ মাইতি স্ত্রী সুমিতা মাইতি দেবী গতকাল রাত্রে ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ খুব আওয়াজ শুনতে পায় ঘুম থেকে উঠে দেখে বেশ কয়েকজন বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়ির উপরে হামলা চালায় ইট দিয়ে টালি ভাঙ্গে এবং দরজা ভেঙে দেয়, দুষ্কৃতীরা একটু আড়াল হলে সুমিতা দেবী পাশের গ্রামে বাবার বাড়িতে রাতের অন্ধকারে প্রায় সাড়ে বারোটা নাগাদ চলে যায়। এইরকম ঘটনা বারবার ঘটছে। প্রশাসনকে জানিও কোন লাভ হয়নি। চোখে মুখে আতঙ্কে ছাপ স্পষ্ট।। ইতিমধ্যে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসেছে।
উল্লেখ্য নন্দীগ্রাম ২ ব্লকের বয়াল ২ গ্রাম পঞ্চায়েত দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল কিন্তু এবারে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ক্ষমতা পায়,
নন্দীগ্রাম ২নং ব্লকের অন্তর্গত বয়াল ২ গ্রাম পঞ্চায়েতের রামচকে তৃণমূল কংগ্রেস কর্মী সন্দীপ মাইতি সহ তার পরিবারের লোকজনের উপর বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় সন্দীপ মাইতি গুরুতর আহত হয়ে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয় আজ সন্দীপ মাইতির সঙ্গে নন্দীগ্রাম হাসপাতলে দেখা করে উনার বাড়িতে গিয়ে পরিবারের পাশে থাকার ও দোষীদের খুব শীঘ্রই গ্রেপ্তার করার আশ্বাস দিলেন তমলুক সাংগঠনিক জেলার যুব সভাপতি আজগর আলী পল্টু।
No comments