ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/JIIN3gjR7S4
দুই বাংলার সংস্কৃতির মেলবন্ধনে সাক্ষী হলদিয়া
বাংলাদেশে কবির সঙ্গে শান্তিনিকেতনে দেখা আর সেখানে বন্ধুত্ব। বন্ধুত্বের টানে আসা হলদিয়াতে। হলদিয়া শহরে সকালেই চায়ের আড্ডায় কবিতা প…
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/JIIN3gjR7S4
দুই বাংলার সংস্কৃতির মেলবন্ধনে সাক্ষী হলদিয়া
বাংলাদেশে কবির সঙ্গে শান্তিনিকেতনে দেখা আর সেখানে বন্ধুত্ব। বন্ধুত্বের টানে আসা হলদিয়াতে। হলদিয়া শহরে সকালেই চায়ের আড্ডায় কবিতা পাঠ।এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার কবি সাহিত্যিক প্রাবন্ধিক অভিজিৎ বড়ুয়া তিনি এসেছিলেন শান্তিনিকেতনে সেখানেই দেখা পূর্ব মেদিনীপর জেলার ইন্টারন্যাশনাল লায়ন্স ৩২২সি১ ডিস্ট্রিক্ট গভর্নর শেখ মজাফফর ও তার সহধর্মিনী রিতা বেগম ভট্টাচার্যের সাথে।
বন্ধুত্বের টানে শিল্প শহর হলদিয়া এলেন বাংলাদেশী কবি অভিজিৎ সঙ্গে ছিলেন তার ছোট বোন। শিক্ষার শহর হলদিয়ায় নামী হোটেলে চায়ের আড্ডায় কবিতা পাঠ দুই বাংলার সংস্কৃতি নিয়ে আলাপচারিতা প্রায় দু'ঘণ্টা ধরে চলে রবীন্দ্রনাথ, আশুতোষ মুখোপাধ্যায়, এছাড়া বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞানের সর্বপ্রথম স্বর্ণপদক প্রাপ্ত তথা পশ্চিমবঙ্গের ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট যিনি দায়িত্ব নিয়েছিলেন ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষ এর জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা। রিতা বেগম ভট্টাচার্য তিনি আফ্রিকা কবিতা অনায়াসেই বলতে শুরু করলেন চায়ের আড্ডায়। অবশেষে কবি অভিজিৎ বড়ুয়াকে রবীন্দ্রনাথের লেখা সঞ্চয়িতা তার হাতে তুলে দিলেন। কবি অভিজিৎ তার নিজস্ব লেখা প্রায় ছয় খানা বই রিতা ভট্টাচার্য বেগমের হাতে তুলে দিলেন দুই বাংলার সংস্কৃতির মেলবন্ধন ঘটল।
No comments