ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/GlvOqMxKzCQকাষ্ঠখালী গ্রামে সমাজের বিভিন্ন স্তরের মানুষদের নিয়ে “শুভ ভাইফোঁটা” হলদিয়া উন্নয়ন ব্লকের কাষ্ঠখালী গ্রামে সমাজের বিভিন্ন স্তরের মানুষদের নিয়ে “শুভ ভাইফোঁটা” অনুষ্ঠান উদযাপন হয়। এ…
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/GlvOqMxKzCQ
কাষ্ঠখালী গ্রামে সমাজের বিভিন্ন স্তরের মানুষদের নিয়ে “শুভ ভাইফোঁটা”
হলদিয়া উন্নয়ন ব্লকের কাষ্ঠখালী গ্রামে সমাজের বিভিন্ন স্তরের মানুষদের নিয়ে “শুভ ভাইফোঁটা” অনুষ্ঠান উদযাপন হয়। এই মহতি “শুভ ভাইফোঁটা” অনুষ্ঠানের আয়োজন করেছেন বিশিষ্ট সমাজসেবী তথা ভারতীয় জীবন বিমা কোম্পানির প্রতিনিধি নাড়ুগোপাল হান্ডেল । এই “শুভ ভাইফোঁটা” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শিক্ষক যশরাজ ব্রহ্মচারী। এছাড়াও উপস্থিত ছিলেন FEO হলদিয়া ব্লক সুব্রত করন, LIC DO সুমিত দিক্ষিত, সমাজসেবী তনুপ সামন্ত, সমাজসেবী অশোক মাইতি ও কাষ্ঠখালী পশ্চিমপল্লীর সভাপতি গৌরহরি বর্মন সহ আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। এই অনুষ্ঠানে প্রায় ১৮০জনকে গন ভাইফোঁটা দেওয়া হয় এবং ড্রাগন চারা বিতরন করা হয় অবশেষে মূল আকর্ষন আমন্ত্রিত নৈশ ফুট টেনিস প্রতিযোগিতা।
No comments