পাঁউশি অন্ত্যোদয় অনাদ আশ্রমের শিশুদের নিয়ে উৎসবে গণভাই ফোঁটা
তারা অনাথ, ছোট থেকে আশ্রমেই বড় হওয়া। জন্ম থেকেই পরিচয়হীন। উৎসবে আরও বেশি করে মনে করিয়ে দেয় তাদের পরিবারকে। ভাইফোঁটার উৎসবে যখন বাড়িতে বাড়িতে উৎসব পালন হচ্ছে, তখন অনাথ …
পাঁউশি অন্ত্যোদয় অনাদ আশ্রমের শিশুদের নিয়ে উৎসবে গণভাই ফোঁটা
তারা অনাথ, ছোট থেকে আশ্রমেই বড় হওয়া। জন্ম থেকেই পরিচয়হীন। উৎসবে আরও বেশি করে মনে করিয়ে দেয় তাদের পরিবারকে। ভাইফোঁটার উৎসবে যখন বাড়িতে বাড়িতে উৎসব পালন হচ্ছে, তখন অনাথ শিশুদের মুখে হাসি ফোঁটাতে গণ ভাইফোঁটার আয়োজন ভগবানপুরে। ভগবানপুর ২ নং ব্লকের পাঁউশি অন্ত্যোদয় অনাদ আশ্রমের শিশুদের নিয়ে উৎসবে মেতে উঠেছিলেন এলাকার মানুষেরা।
আশ্রমেই একে একে ভাইদের ফোঁটা দিল বোনেরা। অনাথ আশ্রমের মেয়েরা আশ্রমের ভাইদের পাশাপাশি, এলাকার অনেকের কপালেই পড়িয়ে দিয়েছিল চন্দনের ফোঁটা। এদিন ৩০০ জন ভাই বোন এই ভাইফোঁটা অংশ নেয় । অনাথ শিশুদের ফোঁটা দিতে এদিন আশ্রমে আসেন দুই বিদেশিনী।
No comments