ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/YpM--q_FpGc
হলদিয়াতে তিন দিনের নাট্য উৎসব হলদিয়া সংশপ্তক নাট্র সংস্থা ও হলদিয়া ডক ইনস্টিটিউট যৌথ উদ্যোগে ২৪ ২৫ ২৬ শে নভেম্বর তিন দিন ধরে নাট্য উৎসব শুরু হয়েছিল। ২৪শে নভেম্বর উদ্বোধনী অনু…
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/YpM--q_FpGc
হলদিয়াতে তিন দিনের নাট্য উৎসব
হলদিয়া সংশপ্তক নাট্র সংস্থা ও হলদিয়া ডক ইনস্টিটিউট যৌথ উদ্যোগে ২৪ ২৫ ২৬ শে নভেম্বর তিন দিন ধরে নাট্য উৎসব শুরু হয়েছিল। ২৪শে নভেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে নাটক পরিবেশন করেন। ২৪ শে নভেম্বর শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে নাট্য উৎসব শুরু হয়েছিল যার প্রথম নাটক "চোর চরণ দাস" সপ্তদর্শী হলদিয়ার পরিবেশিত নাটক এবং দ্বিতীয় নাটক "রাজদণ্ড" পরিবেশন করেন সংশপ্তক হলদিয়া। ২৫ শে নভেম্বর শনিবার প্রথম নাটক " অন্বেষক" নন্দীগ্রাম দর্শন পরিবেশিত নাটক এবং দ্বিতীয় নাটক "ফেসবুক ম্যারেজ "তরুন থিয়েটার এবং শেষ নাটক" জিন্দা লাশ" রঙ্গন তমলুক। ২৬ শে নভেম্বর রবিবার অর্থাৎ উৎসবের শেষ দিনের প্রথম নাটক ওয়ার্থলেস হলদিয়া প্রতিধ্বনি পরিবেশিত নাটক এবং দ্বিতীয় নাটক "এবং ধীশন্কর" তমলুক আনন্দলোক ড্রামাট্রিক ক্লাব পরিবেশিত নাটক এবং তৃতীয় শেষ নাটক দাবা খেলা দুর্গাচক কোরক। এছাড়াও ২৫ এবং ২৬ শে নভেম্বর দুদিন ধরে বিদ্যালয় নাট্য প্রদর্শন এবং সারা বাংলা থিয়েটার কুইজ এই প্রথম রাজ্যের মধ্যে প্রথম অনুষ্ঠিত হয়। জানালেন হলদিয়া নাট্য সংস্থা সংশপ্তক হলদিয়া সম্পাদক কুনালন্দ। শেষ দিনের নাট্য উৎসবে উপস্থিত ছিলেন নাট্যকার সুরজিৎ সিনা ছিলেন বিজ্ঞান গবেষক অনির্বাণ দাস।
No comments