Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়াতে শুরু হচ্ছে নাট্য উৎসব ২০২৩

হলদিয়া  হচ্ছে নাট্য উৎসব ২০২৩আয়োজনে সংশপ্তক হলদিয়া ও হলদিয়া ডক ইনস্টিটিউট২৪-২৫-২৬শে নভেম্বর হলদিয়া টাউনসিপের বি বি ঘোষ অডিটোরিয়মে।তিন দিন সন্ধ্যায় জেলার মোট  আটটি দলের থিয়েটার হবে।২৫ তারিখ দুপুরে স্কুল থিয়েটার।২৬ তারিখ রবিবার সকা…

 




হলদিয়া  হচ্ছে নাট্য উৎসব ২০২৩

আয়োজনে সংশপ্তক হলদিয়া ও হলদিয়া ডক ইনস্টিটিউট

২৪-২৫-২৬শে নভেম্বর হলদিয়া টাউনসিপের বি বি ঘোষ অডিটোরিয়মে।তিন দিন সন্ধ্যায় জেলার মোট  আটটি দলের থিয়েটার হবে।২৫ তারিখ দুপুরে স্কুল থিয়েটার।

২৬ তারিখ রবিবার সকাল ১০টা থেকে সারা বাংলা থিয়েটার কুইজ।দুজনের দল। ১০০টাকা ফেরৎ যোগ্য রেজিস্ট্রেশন ফি।

প্রথম পুরস্কার ৩০০০/ -দ্বিতীয় পুরস্কার ২০০০/-তৃতীয় পুরস্কার ১০০০/-

ফাইনালের বাকি সাতটি প্রতিটি দলের ৬০০/- টাকা পুরস্কার।নাটকের সঙ্গে থাকুন।নাটক দেখতে আসুন। সকলের সাদর আহ্বান জানিয়েছেন সংশপ্তক নাট্যগোষ্ঠীর কর্ণধার কুনালনন্দ

No comments