হাসনুহানা পত্রিকার উদ্যোগে বিজয়া সম্মেলন ২৬ শে নভেম্বর রবিবার গুণীজন সমারোহে 'হাসনুহানা' সাহিত্য পত্রিকার শারদ সংখ্যার আবরণ উন্মোচিত হয়। পত্রিকার কবি , সাহিত্যিক ও গুণী মানুষদের উপস্থিতিতে প্রকাশ হল হাসনুহানা …
হাসনুহানা পত্রিকার উদ্যোগে বিজয়া সম্মেলন
২৬ শে নভেম্বর রবিবার গুণীজন সমারোহে 'হাসনুহানা' সাহিত্য পত্রিকার শারদ সংখ্যার আবরণ উন্মোচিত হয়।
পত্রিকার কবি , সাহিত্যিক ও গুণী মানুষদের উপস্থিতিতে প্রকাশ হল হাসনুহানা পত্রিকা।
হাসনুহানা পত্রিকার সম্পাদক অরুণ বাবু সুস্থ থাকায় সভায় সঞ্চালনা করেন পত্রিকার সহ-সম্পাদক সুরজিৎ গুচ্ছাইত । ওনার কিছুটা শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও হাসিমুখে পত্রিকা ও স্মারক উপস্থিত কবি সাহিত্যিক এবং পত্রিকার শুভানুধ্যায়ীদের হাতে তুলে দেন । হলদিয়া দুর্গাচক নামি হোটেলেই বিজয়ার সম্মেলনে এবং পত্রিকার শারদ সংখ্যা প্রকাশিত হলো।
বাচিক শিল্পী রেনেসাঁস মাইতি বলেন 'হাসনুহানা'র সাহিত্যের সুবাস ছড়িয়ে পড়ুক শিল্পশহর হলদিয়াতে। সভাতে উপস্থিত ছিলেন কবি সাহিত্যিক পরান চক হাই স্কুলের প্রধান শিক্ষক প্রাণনাথ শেঠ উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী পত্রিকার শুভানুধ্যায়ী শিবনাথ সরকার এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ও রাজ্যের কবি সাহিত্যিক প্রাবন্ধিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
No comments