পাঁচটি ফিশিং ক্যাটের ছানা উদ্ধার করল বনদপ্তর হলদিয়ার ক্ষুদিরাম নগর থেকে পাঁচটি মেছো বিড়াল ওরফে 'ফিশিং ক্যাটের' ছানা উদ্ধার করল বন দফতর।নন্দকুমার রেঞ্জের রেঞ্জার দীপক মণ্ডল জানান , ক্ষুদিরাম নগরের পৌরপাঠভবন স্কুলের পাশে ঝ…
পাঁচটি ফিশিং ক্যাটের ছানা উদ্ধার করল বনদপ্তর
হলদিয়ার ক্ষুদিরাম নগর থেকে পাঁচটি মেছো বিড়াল ওরফে 'ফিশিং ক্যাটের' ছানা উদ্ধার করল বন দফতর।নন্দকুমার রেঞ্জের রেঞ্জার দীপক মণ্ডল জানান , ক্ষুদিরাম নগরের পৌরপাঠভবন স্কুলের পাশে ঝোপ-জঙ্গল পরিষ্কার করার সময় পাঁচটি বন্য প্রাণীর ছানা দেখতে পাওয়া যায় । স্কুলের তরফে বন দফতর কে জানানো হলে বন দফতরের কর্মীরা এসে মেছো বিড়ালের পাঁচটি ছানা উদ্ধার করেন । এরপর মেছো বিড়ালের ছানাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় । যে এলাকায় উদ্ধার হয়েছিল সেখানেই লতা,পাতা দিয়ে বাসা তৈরি করে বর্তমানে রেখে দেওয়া হয়েছে । বন দফতরের দাবি , আশে পাশেই এদের মা থাকতে পারে । সেক্ষেত্রে মায়ের সান্নিধ্যে রেখে দেওয়া হয়েছে । বন দফতর নজর রাখছে ছানারা কেমন থাকে ।
No comments