Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নববর্ষের আগে পার্কের সৌন্দর্য ফেরাতে কাজ শুরু করল হলদিয়া পৌরসভা

নববর্ষের আগে পার্কের সৌন্দর্য ফেরাতে কাজ শুরু করল হলদিয়া পৌরসভা
 পার্কের সৌন্দর্য ফেরাতে কাজ শুরু করল হলদিয়া পৌরসভা । পার্কের মধ্যে থাকা বিভিন্ন খেলনা সরঞ্জাম, বিভিন্ন মূর্তি,বেঞ্চ, ছাউনি, প্রাচীর, রাস্তা, আলো, শৌচাগার এমনকি গেট…

 



নববর্ষের আগে পার্কের সৌন্দর্য ফেরাতে কাজ শুরু করল হলদিয়া পৌরসভা


 পার্কের সৌন্দর্য ফেরাতে কাজ শুরু করল হলদিয়া পৌরসভা । পার্কের মধ্যে থাকা বিভিন্ন খেলনা সরঞ্জাম, বিভিন্ন মূর্তি,বেঞ্চ, ছাউনি, প্রাচীর, রাস্তা, আলো, শৌচাগার এমনকি গেট পর্যন্ত সংস্কার করা হবে । পৌর এলাকার ২৩ টি পার্কের বেহাল, হতশ্রী অবস্থার পরিবর্তে জোর দেওয়া হয়েছে সৌন্দর্যায়নে ‌। 

               ২০২০ সালে আমফানের ছোবলে পার্কগুলির ভগ্ন দশা হয় । তৎকালীন পৌর বোর্ড তা মেরামতির কাজে হাত লাগাইনি । তারপর কোভিড পরিস্থিতি বিভিন্ন কাজে প্রভাব ফেলেছে । এমন সংস্কার কাজ সেই সময় তেমন গুরুত্ব পায়নি । বেহাল অবস্থার মধ্যে বেশ কিছু পার্কে পা রাখা মুশকিল ছিল ‌। শিশুরা খেলাধুলা দূরের কথা ঢুকতেই সাহস পাচ্ছিল না । সেই সমস্ত পার্কের এবার হাল ফেরাতে উদ্যোগী হয়েছে বর্তমান পৌর প্রশাসক । আর সেই কর্মসূচিতে হাতিবেড়িয়ার(১৮ নম্বর ওয়ার্ড) সতীশ সামন্ত পার্কে শব্দ এবং আলোর ছন্দময় মায়াবী পরিবেশ তৈরির পাশাপাশি বসানো হচ্ছে "ওয়াটার ফাউন্টেন" । গানের তালে তালে আলোর ঝর্ণাধারার সঙ্গে মিশে যাবে জলের নৃত্য কলা উদ্ভাসিত ঝর্ণা । ইতিমধ্যে ৯০ শতাংশ কাজ হয়ে গিয়েছে । ১৫ ডিসেম্বর প্রয়াত স্বাধীনতা সংগ্রামী সতীশ সামন্তের জন্মদিন । তার নামাঙ্কিত পার্কটিতে তার জন্মদিনের উপহারস্বরূপ হলদিয়াবাসীর উদ্দেশ্যে‌ উদ্বোধনের অপেক্ষায় এই ওয়াটার ফাউন্টেন  । এমনিভাবে দুর্গাচকে হলদিয়া পৌরসভার ছায়ানট অডিটোরিয়ামের পাশেই নবরূপ পাচ্ছে বিবেকানন্দ পার্ক । ইতিমধ্যে হলদিয়া টাউনশিপে হলদি নদীর পারে বিদ্যাসাগর পার্কের হাল ফেরানো হয়েছে । ১৯ নম্বর ওয়ার্ডে নিবেদিতা পার্ক, ২২ নম্বর ওয়ার্ডের ব্রজনাথচক চিল্ড্রেন পার্ক সহ অন্যান্য ওয়ার্ডের পার্কগুলিকেও সংস্কার করতে তৎপর হয়েছে পৌর কর্তৃপক্ষ ।‌ হলদিয়া পৌরসভার প্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় জানিয়েছেন,"একগুচ্ছ উন্নয়ন কর্মসূচি হলদিয়া পৌর এলাকায় জুড়ে চলছে । তার মধ্যে পার্কগুলির সৌন্দর্য ফেরানো হচ্ছে । ছোট বড় সকল স্তরের মানুষের কিছুটা সময় কাটাবার নিরাপদ জায়গা হয়ে উঠছে পার্কগুলি  । হাতিবেড়িয়ার সতীশ সামন্ত পার্কে ওয়াটার ফাউন্টেন তার মধ্যে অন্যতম । খুব শীঘ্রই এটি উদ্বোধন করা হবে ।" সাধারণত বিকেল বেলায় পার্ক গুলির আকর্ষণ থাকেই । পার্কগুলি ঘিরে গল্প, আড্ডা, ছোটদের খেলাধুলার জন্য ভিড়ের চেনা ছবি দেখার সুযোগ ঘটতে চলেছে । আর ওয়াটার ফাউন্টেন সেখানে বাড়তি পাওনা, যা রীতিমতো সাড়া ফেলেছে হলদিয়ায় ।

No comments