রাজ্য হস্তশিল্প প্রতিযোগিতার বাছাই মেলা শুরু
রাজ্য হস্তশিল্প প্রতিযোগিতার বাছাই পর্ব শুরু হল ২ নভেম্বর শুক্রবার থেকে। পূর্ব মেদিনীপুর জেলা শিল্প কেন্দ্রের উদ্যোগে জেলাশাসকের দফতরে আজ থেকে শুরু হচ্ছে বাছাইয়ের কাজ। পটচিত্র, মাদুর, …
রাজ্য হস্তশিল্প প্রতিযোগিতার বাছাই মেলা শুরু
রাজ্য হস্তশিল্প প্রতিযোগিতার বাছাই পর্ব শুরু হল ২ নভেম্বর শুক্রবার থেকে। পূর্ব মেদিনীপুর জেলা শিল্প কেন্দ্রের উদ্যোগে জেলাশাসকের দফতরে আজ থেকে শুরু হচ্ছে বাছাইয়ের কাজ। পটচিত্র, মাদুর, ঝিনুক-মোষের সিং ও বিবিধ এই চারটি বিভাগে চলবে হস্তশিল্প বাছাইয়ের কাজ। প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হবে। রাজ্য হস্তশিল্প প্রতিযোগিতার নির্দিষ্ট দিনক্ষণ এখনও ঘোষিত না হলেও পূর্ব মেদিনীপুর জেলার তরফে বাছাইয়ের কাজ সম্পূর্ণ করছে জেলা প্রশাসন। পূর্ব মেদিনীপুর জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার গৌতম সাধুখাঁ জানান, “জেলার মাদুর, ঝিনুক, পটচিত্র, কাঁসা-পিতল, শিং, কাঠ, মোম ইত্যাদি দ্রব্য নির্ভর প্রায় ৮০০০ হস্তশিল্পী রয়েছেন। আগ্রহী হস্তশিল্পীরা তাঁদের সেরা শিল্প কাজ নিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। জেলাস্তরের চারটি বিভাগে প্রতিটিতে তিন জন করে, মোট ১২ জন সফল প্রতিযোগী রাজ্য হস্তশিল্প প্রতিযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলার প্রতিনিধি হিসেবে অংশগ্রহণের ছাড়পত্র পাবেন।” চণ্ডীপুর ব্লকের হবিচক গ্রামের পট চিত্রশিল্পী নুরদীন চিত্রকর, পাঁশকুড়ার কেশববাড় গ্রামের তপন চিত্রকর, শহিদ মাতঙ্গিনী ব্লকের সমীর চিত্রকর সকলেই নিজের তৈরি সেরা প্রতিযোগিতায় তুলে ধরতে মুখিয়ে রয়েছেন।
No comments