Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সাংবাদিক এর বাড়ি থেকে উদ্ধার জোড়া চন্দ্রবোড়া সাপ,উদ্ধার করলো বনদপ্তর

সাংবাদিক এর বাড়ি থেকে উদ্ধার জোড়া চন্দ্রবোড়া সাপ,উদ্ধার করলো বনদপ্তর।পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের বালিসাইর সাংবাদিকের বাড়ি থেকে উদ্ধার হল এক জোড়া চন্দ্রবোড়া সাপ। সাংবাদিক হিসেবে বিভিন্ন খবর সংগ্রহের সাথে সাথে মানুষকে সচেতনতা…

 




সাংবাদিক এর বাড়ি থেকে উদ্ধার জোড়া চন্দ্রবোড়া সাপ,উদ্ধার করলো বনদপ্তর।

পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের বালিসাইর সাংবাদিকের বাড়ি থেকে উদ্ধার হল এক জোড়া চন্দ্রবোড়া সাপ। সাংবাদিক হিসেবে বিভিন্ন খবর সংগ্রহের সাথে সাথে মানুষকে সচেতনতারবার্তাও দেয় সাংবাদিকেরা। সাপ ধরা পড়লে অনেক খবরই করেন সাংবাদিক সেই সাংবাদিকের বাড়িতেই কিনা উদ্ধার হল একজোড়া পূর্ন বয়স্ক চন্দ্রবোড়া সাপ। হঠাৎ করে সকালেই বাগানে দেখতে পান একজোড়া চন্দ্রবোড়া সাপ শুয়ে আছে। রামনগরের বালিসাইর সাংবাদিক স্বর্বজিৎ সৎপতির বাড়ির সামনে উদ্ধার হল এই সাপ। প্রথমে সাপটিকে দেখে পরিবারের লোকজন একটু আতঙ্কিত হয়ে পড়লেও পরবর্তী সময়ে সাংবাদিক সর্বজিত এসে বাড়ির লোককে আশ্বস্ত করে ও বনদপ্তরকে খবর দেয়। বনদপ্তর এসে সাপ দুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করে নিয়ে যায়। সাংবাদিকের দাদু প্রফুল্ল কুমার সৎপতি বলেন সব দেখতে পাওয়ার পর নাতিকে ডাকি ও খবর দেয় বন দপ্তরে তারপর উদ্ধার করে নিয়ে যায়। সাপ বনদপ্তর নিয়ে গেছে শুনে খুবই খুশি তিনি‌।

সাংবাদিক সর্বজিৎ সৎপতি বলেন খবর সংগ্রহের সাথে সাথে মানুষকে আমরা সচেতনতার বার্তা দিয়ে থাকি। কারুর বাড়িতে যদি সাপ উদ্ধার হয় অবশ্যই তাকে না মেরে বনদপ্তরের হাতে তুলে দেওয়া উচিত। নিজের বাড়িতে সাপ উদ্ধার হওয়ার পর বনদপ্তরের হাতে তুলে দিতে পেরে খুবই খুশি সাংবাদিক নিজেই।

No comments