Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ধানের তুষের বস্তার আড়ালে শাল কাঠ পাচারের চেষ্টা

ধানের তুষের বস্তার আড়ালে শাল কাঠ পাচারের চেষ্টা। পাচারের আগেই প্রায় ৩ লক্ষ টাকার শাল কাঠ উদ্ধার করলো জলপাইগুড়ি জেলার আমবাড়ি রেঞ্জের বনকর্মীরা। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে।বৃহস্পতিবার ভোররাতে আমবাড়ি রেঞ্জের রেঞ্জার আলমগীর …

 



ধানের তুষের বস্তার আড়ালে শাল কাঠ পাচারের চেষ্টা। 

পাচারের আগেই প্রায় ৩ লক্ষ টাকার শাল কাঠ উদ্ধার করলো জলপাইগুড়ি জেলার আমবাড়ি রেঞ্জের বনকর্মীরা। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে।

বৃহস্পতিবার ভোররাতে আমবাড়ি রেঞ্জের রেঞ্জার আলমগীর হকের নেতৃত্বে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের ফুলবাড়ি মোড়ে অভিযান চালিয়ে একটি কাঠ বোঝাই লরি আটক করে বনকর্মীরা। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়। ধৃত শিলিগুড়ির বাসিন্দা বলে জানা গিয়েছে। 

বনদফতর সূত্রে খবর,  গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে লরিটিকে আটক করা হয়। তুষের বস্তার আড়ালে প্রায় ৩ লক্ষ টাকার কাঠ পাচার করা হচ্ছিল ঐ লরিতে। ধৃতকে জেরা করে জানা গিয়েছে,  শিলিগুড়ি হয়ে বিধাননগর দিয়ে বিহারের উদ্দেশ্য নিয়ে যাওয়া হচ্ছিলো ঐ শাল কাঠগুলি।ধৃতকে আজকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়।

No comments