ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/aD3uEwFbIrc
রুপনারায়ন নদীর চরে অবৈধভাবে বালি কাটায় গ্রেপ্তার নৌকা সহ ৬ জন
ভূমি ক্ষয় প্রতিরোধ করতে যাতে কেউ অবৈধভাবে চরের মাটি বা বালি কাটতে না পারে তার জন্য ভূমি দপ্তরের পক্ষ থেকে নির্দেশিক…
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/aD3uEwFbIrc
রুপনারায়ন নদীর চরে অবৈধভাবে বালি কাটায় গ্রেপ্তার নৌকা সহ ৬ জন
ভূমি ক্ষয় প্রতিরোধ করতে যাতে কেউ অবৈধভাবে চরের মাটি বা বালি কাটতে না পারে তার জন্য ভূমি দপ্তরের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। তা সত্ত্বেও কিছু অসাধু মানুষ রাতের অন্ধকারে বা নজর এড়িয়ে নদীর বালি তুলছিলো। স্থানীয় মানুষের অভিযোগ পাওয়ার স্থানীয় প্রশাসন অভিযান চালিয়ে ৪ ঠা নভেম্বর শনিবার মহিষাদল থানার অমৃতবেড়িয়া এলাকায় রুপনারায়ন নদীর চর থেকে অবৈধভাবে বালি কাটছিলো। মহিষাদল থানা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নৌকা সহ মোট ৬ জনকে গ্রেফতার করে ভূমি দপ্তরের হাতে তুলে দেয়। মহিষাদল থানার পুলিশ হলদিয়া আদালতে তুলেন তাঁদের কে ১৭ ই নভেম্বর পর্যন্ত জেলহাজতে নির্দেশ দেন।
মহিষাদল পঞ্চায়েত সমিতির অন্তর্গত নাটশাল ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান শিবপ্রসাদ বেরা জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে একটি নির্দেশিকা এসেছে তাতে উল্লেখ করা হয়েছে, ভূমি ক্ষয় প্রতিরোধ করতে নির্দেশিকা জারি হয়েছিল ১ লা জুলাই ২০২২ থেকে কোনোভাবে নদীর মাটি বা বালি কাটা যাবে না। আমাদের পক্ষ থেকে প্রচার করা হয়েছে। আমাদের জেলার কয়েক জন এই ধরনের কাজের সাথে যুক্ত । পাশের জেলা হাওড়া জেলার শিবপুরে নদীর চরের বালি নৌকা ভর্তি করে নিয়ে চলে যাচ্ছে। সেই খবর পেয়ে স্থানীয় পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করেছে। এ ধরনের অবৈধ কাজ বন্ধ করা উচিত।
স্থানীয়রা জানান, এইধনের অভিযান একদিন নয় যাতে প্রতিনিয়ত করা হয় সেদিকে স্থানীয় পুলিশ প্রশাসন নজর দেয়।
No comments