Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পুলিশের বড় সাফল্য ! দীপাবলীর আগে লক্ষাধিক টাকার নিষিদ্ধ বাজি উদ্ধার করল মাটিগাড়া থানার পুলিশ

বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।দীপাবলীর আগে লক্ষাধিক টাকার নিষিদ্ধ বাজি উদ্ধার করল মাটিগাড়া থানার পুলিশ।
 দীপাবলি এলেই বাজারগুলি ভরে যায় শব্দ বাজিতে। বেআইনিভাবে বিভিন্ন রাজ্য থেকে বাজি চলে আসে পশ্চিমবঙ্গে। কয়েক ব…

 





বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।

দীপাবলীর আগে লক্ষাধিক টাকার নিষিদ্ধ বাজি উদ্ধার করল মাটিগাড়া থানার পুলিশ।


 দীপাবলি এলেই বাজারগুলি ভরে যায় শব্দ বাজিতে। বেআইনিভাবে বিভিন্ন রাজ্য থেকে বাজি চলে আসে পশ্চিমবঙ্গে। 

কয়েক বছর আগেই প্রশাসন ও পরিবেশ নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন সিদ্ধান্ত নিয়ে সরকারিভাবে শব্দবাজি রাজ্যে পুরোপুরি নিষিদ্ধ করেছে।কিন্তু তা সত্ত্বেও দীপাবলির আগে শহরের বাজারে এই নিষিদ্ধ বাজি পাওয়া যায়। বিক্রয় করা হয় গোপনে।

এবারও দীপাবলির আগে শিলিগুড়ি শহরের বাজারগুলিতে বেআইনি শব্দবাজি ও বাজি আসতে শুরু করেছে। কোথায় কোথায় বেআইনি বাজি বিক্রি হচ্ছে এবং মজুদ হচ্ছে তার দিকে নজর রাখছে পুলিশ প্রশাসন। শুক্রবার বিকেলে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মাটিগাড়া থানার পুলিশ অভিযান চালিয়ে মাটিগাড়া হাট সংলগ্ন একটি বাড়ির ভেতর থেকে প্রায় ৭ লাখ টাকার নিষিদ্ধ শব্দবাজি এবং বাজি উদ্ধার করে।

মাটিগাড়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে দীপাবলিকে সামনে রেখেই মাটিগাড়া হাট সংলগ্ন ওই বাড়িতে বিপুল পরিমাণ নিষিদ্ধ চকলেট বোম, লঙ্কা বাজি ও বিভিন্ন বোম মজুত রাখা হয়েছিল।এখান থেকেই শহরের বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছিল নিষিদ্ধ পটকা। গোপন সূত্রে শুক্রবার এই খবর পাওয়ার সাথে সাথেই মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ এই বাজিপটকা আটক করে। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি মাটিগাড়া থানার পুলিশ। পুলিশ দেখেই দুষ্কৃতীরা পালিয়ে যায়। পুরো বিষয়টি খতিয়ে দেখছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের মাটিগাড়া থানার পুলিশ।

No comments