শাসক দলের সাংগঠনিক পদের রদবদল ঘটালেন তৃণমূল২০২৪ লোকসভা নির্বাচন পাখির চোখ করে শাসক দল তৃণমূল কংগ্রেস সারা রাজ্যে জেলাগুলি থেকে সভাপতি এবং চেয়ারম্যান পরিবর্তন করল। শুধুই কি লোকসভা নির্বাচন এর আগেও দেখা গেছে অনেকবারই বিভিন্ন জেলা…
শাসক দলের সাংগঠনিক পদের রদবদল ঘটালেন তৃণমূল
২০২৪ লোকসভা নির্বাচন পাখির চোখ করে শাসক দল তৃণমূল কংগ্রেস সারা রাজ্যে জেলাগুলি থেকে সভাপতি এবং চেয়ারম্যান পরিবর্তন করল। শুধুই কি লোকসভা নির্বাচন এর আগেও দেখা গেছে অনেকবারই বিভিন্ন জেলার নেতৃত্বের পরিবর্তন ঘটতে পূর্ব মেদিনীপুর জেলার জেলা সভাপতি দায়িত্ব ছিলেন অধ্যাপক প্রাক্তন মন্ত্রী বিধায়ক ডঃ সৌমেন কুমার মহাপাত্র। সদ্য ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচন সমাপ্ত হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার সাংগঠনিক পরিবর্তন হয়েছে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ শাসক দল বেশিরভাগ ক্ষেত্রেই তাদের দখলে রেখেছে।
যদিও শাসক দলের বহু মন্ত্রী এখন জেল হেফাজতে রয়েছেন বিরোধীদের বহু কুৎসা অপপ্রচার এড়িয়ে শাসক দল তাদের নিজের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ গঠন করেছে শাসক দল তৃণমূল। পূর্ব মেদিনীপুর জেলার মোট গ্রাম পঞ্চায়েত ২২৩ টি তৃণমূল পেয়েছে ১৩৭ বিজেপি পেয়েছে ৬১ কংগ্রেস ১ ত্রিশঙ্কু ২৪টি । আসন সংখ্যা ৪২৯০ টি । তৃণমূল পেয়েছে ২৫৮৮ বিজেপি---১০০৯ বামফ্রন্ট ১৫০ কংগ্রেস ১৮৭ নির্দল ১৫ পূর্ব মেদিনীপুর জেলা মোট পঞ্চায়েত সমিতির সংখ্যা ২৫ টি মোট আসন তৃণমূল ১৯টি বিজেপি ৪ ত্রিশঙ্কু ২ টি ৬৬৫টি তার মধ্যে তৃণমূল ৪২৩ টি বিজেপি ২৩৪ টি বামফ্রন্ট ৪ কংগ্রেস ২ নির্দল ১ সমান ১ পেয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২।
জেলায় ২৫ টি পঞ্চায়েত সমিতি এলাকায় জেলা পরিষদের মোট আস ৭০ টি তৃণমূল পেয়েছে ৫৬ টি বিজেপি ১৪ টি।
শাসনকালের পক্ষ থেকে আজ ১৩ ই নভেম্বর সোমবার তালিকা প্রকাশ করতেই দলের কর্মীদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে। প্রতি নিয়ত দলের নেতৃত্ব পরিবর্তন তাহলে কি শাসক দল কোন নেতৃত্বের উপর ভরসা করতে পারছে না সে নিয়েও নিচতলার কর্মীদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে।
যদিও দলের পরিবর্তন হওয়া দরকার ছিল যারা দলীয় সভাপতি ব্লকে এবং বুধবারে রয়েছেন ইতিমধ্যে তারা সদ্য ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে অনেকেই জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন দলের কর্মী ও চেয়ারের পরিবর্তন হবে দীর্ঘ কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল আজ ১৩ ই নভেম্বর সোমবার রাজ্যের বিভিন্ন জেলার দলীয় নেতৃত্বদের পরিবর্তনের তালিকা প্রকাশ হল।
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির সাংগঠনিক চেয়ারপারসন হয়েছেন তরুণ মাইতি এবং জেলা সভাপতি দায়িত্ব পেয়েছেন পীযূষ কান্তি পন্ডা। তমলুকের সাংগঠনিক চেয়ারপারসন হয়েছে চিত্তরঞ্জন মাইতি ও জেলার সভাপতি দায়িত্ব পেয়েছেন অসিত ব্যানার্জি।
জঙ্গিপুর সাংগঠনিক জেলা চেয়ারম্যান পদে আনা হয়েছে বিধায়ক জাকির হোসেনকে (Zakir Hossian)। বাঁকুড়া সংগঠনে জেলা সভাপতি পদ থেকে দিব্যেন্দু সিংহ মহাপাত্রকে সরিয়ে আনা হয়েছে বিধায়ক অরূপ চক্রবর্তীকে। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি পদে আনা হয়েছে বিক্রম জিৎ চট্টোপাধ্যায়কে। ওই পদে এতদিন ছিলেন বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায়। হুগলি জেলার আরামবাগ সাংগঠনিক চেয়ারপারসন পদে আনা হলো স্বপন নন্দীকে।এর আগে ওই পদে ছিলেন জয়দেব জানা। উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত সাংগঠনিক জেলার চেয়ারপারসন পর থেকে তপতী দত্তকে সরিয়ে দায়িত্বে আনা হল রত্না বিশ্বাসকে। বসিরহাট সাংগঠনিক জেলার দুটি পদে বদল ঘটানো হয়েছে চেয়ারপারসন থেকে হাজি নুরুল ইসলামকে সভাপতি করা হয়েছে। ওই জেলার সভাপতি পদে থাকা সরোজ বন্দ্যোপাধ্যায়কে চেয়ারপার্সন এর দায়িত্ব দেওয়া হয়েছে। জলপাইগুড়িতে জেলা চেয়ারপারসনের দায়িত্ব দেওয়া হয়েছে খগেশ্বর রায়কে। ওই জেলার সভাপতি দায়িত্ব পেয়েছেন মহুয়া গোপে। পশ্চিম বর্ধমানে সাংগঠনিক জেলা চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন উজ্জ্বল চট্টোপাধ্যায় । জেলার সভাপতি দায়িত্ব পেয়েছেন নগেন্দ্রনাথ চক্রবর্তী।বীরভূম জেলার চেয়ারম্যান করা হয়েছে রাজ্যের মন্ত্রী আশীস বন্দ্যোপাধ্যায়কে একই সঙ্গে আসিস বাবু বীরভূম জেলার কোর কমিটির দায়িত্ব ও সামলাবেন। মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি পদে আনা হয়েছে অপূর্ব সরকারকে। ওই পদে আগে ছিলেন আবু তাহের খান।
জঙ্গলমহলের পুরুলিয়া জেলার সাংগঠনিক চেয়ারপারসন হয়েছেন হংসেম্বর মাহাতো। ওই জেলার সাংগঠনিক সভাপতি দায়িত্ব পেয়েছেন সৌমেন বেলথাড়িয়া। পূর্ব বর্ধমানের সাংগঠনিক চেয়ারপার্সন হয়েছেন অপূর্ব চৌধুরী এবং জেলার সভাপতি দায়িত্ব পেয়েছেন রবীন্দ্রনাথ চ্যাটার্জী। ঝাড়গ্রামের সাংগঠনিক জেলা চেয়ারপারসন হয়েছেন বির বাহা সরেন টুডু এবং জেলা সভাপতি দায়িত্ব পেয়েছেন দুলাল মুর্মু। মোট ১৯টি জেলার সাংগঠনিক পদে রদবদল ঘটিয়েছে তৃণমূল নেতৃত্ব।
No comments