সমীর পড়িয়া খুনের সাথে যুক্ত দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবীতে নাগরিক কনভেনশন ও মোমবাতি মিছিল
কোলাঘাটের সিদ্ধা এলাকার স্বর্ণব্যবসায়ী সমীর পড়িয়া খুনের সাথে যুক্ত দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার,বড়দাবাড়-পদমপুর-দেউল…
সমীর পড়িয়া খুনের সাথে যুক্ত দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবীতে নাগরিক কনভেনশন ও মোমবাতি মিছিল
কোলাঘাটের সিদ্ধা এলাকার স্বর্ণব্যবসায়ী সমীর পড়িয়া খুনের সাথে যুক্ত দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার,বড়দাবাড়-পদমপুর-দেউলবাড়-জিঞাদা বাজারে হাইমাস্ট লাইট লাগানো সহ মেচোগ্রাম থেকে দেউলিয়া পর্যন্ত মুম্বাই রোড এলাকায় চোরাকারবারীদের দৌরাত্ম্য বন্ধ এবং পুলিশ পিকেট বসিয়ে নাগরিকদের নিরাপত্তার দাবিতে আজ ২৯ নভেম্বর বিকালে বরদাবাড় প্রাথমিক বিদ্যালয়ে নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হয় । কনভেনশন থেকে গঠিত হয় "নাগরিক সুরক্ষা কমিটি"। ওই কমিটির পক্ষ থেকে সন্ধ্যায় বরদাবাড় বাজারে এক মৌন মোমবাতি মিছিল হয়। কর্মসূচিতে তিন শতাধিক মহিলা সহ মানুষজন উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন শোভাময় গৌড়ী।
মুল প্রস্তাব পাঠ করেন যুগল মান্না। বক্তব্য রাখেন নারায়ণ চন্দ্র নায়ক, প্রতাপ সামন্ত, মধুসূদন বেরা প্রমুখ। সভা থেকে প্রতাপ সামন্তকে সভাপতি, যুগল মান্না ও শুভাশিস মন্ডলকে যুগ্ম সম্পাদক, নারায়ণ চন্দ্র নায়ককে মুখপাত্র করে ওই কমিটি গঠিত হয়।
সম্প্রতি জিঞাদা বাজারের স্বর্ণব্যবসায়ী সমীর পড়িয়াকে গুলি করে হত্যার সাথে যুক্ত সেক ইসা হক নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকী দুষ্কৃতকারীদের এখনো কাউকে গ্রেপ্তার করা হয় নি। ইতিমধ্যে সি আই ডি তদন্ত শুরু হয়েছে। গঠন করা হয়েছে সিট। ওই হত্যাকান্ডের যুক্ত সমস্ত দুষ্কৃতকারীদের গ্রেপ্তার সহ জিঞাদা-দেউলবাড়-পদমপুর-বরদাবাড়ে হাইমাস্ট লাইট ও বাকী অংশে স্ট্রীট লাইট লাগানো,দেউলবাড় বাসস্ট্যান্ডে বাসের স্টপেজ দেওয়া,এলাকায় সমস্ত ধরনের চোরাকারবারিদের দৌরাত্ম্য বন্ধ,মেচগ্রাম থেকে কোলাঘাট পর্যন্ত এলাকায় সি সি ক্যামেরা লাগানো ও পুলিশের নজরদারী বাড়িয়ে এলাকার মানুষের নিরাপত্তার বন্দোবস্ত, মদ-জুয়া-সাট্টা সহ সমস্ত বেআইনী কারবার বন্ধ প্রভৃতি দাবীতে আগামী সপ্তাহে বিডিও অফিসে ডেপুটেশন কর্মসূচি গ্রহনের সিদ্ধান্ত হয় কনভেনশনে।
কমিটির মুখপাত্র নারায়ন চন্দ্র নায়ক জানান, উক্ত দাবীগুলি আদায়ের লক্ষ্যে আন্দোলনের বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে সভায়।
No comments