Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রয়াত হলেন বাসুদেব আচারিয়া

প্রয়াত হলেন বাসুদেব আচারিয়াসিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য, শ্রমিক আন্দোলনের  প্রাক্তন সর্বভারতীয় নেতৃত্ব, প্রাক্তন সাংসদ  বাসুদেব আচারিয়া ৮১ বছর বয়সে আজ ১৩ ই নভেম্বর সোমবার প্রয়াত হয়েছেন। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত …

 




প্রয়াত হলেন বাসুদেব আচারিয়া

সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য, শ্রমিক আন্দোলনের  প্রাক্তন সর্বভারতীয় নেতৃত্ব, প্রাক্তন সাংসদ  বাসুদেব আচারিয়া ৮১ বছর বয়সে আজ ১৩ ই নভেম্বর সোমবার প্রয়াত হয়েছেন। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি চিকিৎসারত ছিলেন। 

দীর্ঘ রোগ ভোগের পর সোমবার প্রয়াত হলেন সিপিএমের বাঁকুড়ার প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়া(৮১)। এদিন দুপুর ১২টা ১৫মিনিট নাগাদ হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে জাতীয় রাজনীতিতে নক্ষত্রপতন হল। বাঁকুড়া, পুরুলিয়ায় রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে। জানা গিয়েছে, ১৯৪২ সালের ১১ জুলাই পুরুলিয়ার বেড়োতে বাসুদেববাবু জন্মগ্রহণ করেন। বর্তমানে আদ্রার কাটারাঙ্গুনি এলাকায় বসবাস করতেন। তিনি ১৯৮০ থেকে ২০১৪ সাল পর্যন্ত লোকসভার সদস্য ছিলেন। রেলওয়ে স্ট্যান্ডিং কমিটির প্রাক্তন চেয়ারম্যানও ছিলেন। এছাড়াও তিনি একাধিক গুরুত্বপূর্ণ পদ সামলেছেন। ১৯৮৯ সালে চাকরি থেকে স্বেচ্ছাবসর নিয়ে পার্টির সর্বক্ষণের কর্মী হন প্রাক্তন এই শিক্ষক নেতা। বিডিআর রেলপথ সম্প্রসারণ সহ বিভিন্ন প্রকল্প রূপায়ণে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা ছিল। তারসঙ্গে সিপিএমের কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্যও ছিলেন। গত প্রায় ১৫ দিন ধরে হায়দরাবাদে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তানকে রেখে গেলেন। টানা ন’বারের সাংসদের প্রয়াণে এদিন সন্ধ্যায় বাঁকুড়া জেলা সিপিএম শোক মিছিল করে। দলীয় পতাকা ও বাসুদেববাবুর ছবি নিয়ে বাঁকুড়া শহর পরিক্রমা করে ওই মিছিল।

সিপিএমের বাঁকুড়া জেলা সম্পাদক অজিত পতি বলেন, কয়েকমাস আগে বাসুদেববাবু অসুস্থ হয়ে বাঁকুড়ার একটি নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন। তাঁকে দেখতে গিয়েছিলাম। শারীরিকভাবে অসুস্থ থাকলেও দলের নানা কাজে পাশে পেতাম। আসতে না পারলেও ছাতনা মুকুটমণিপুর প্রস্তাবিত রেল প্রকল্পের কাজ ফের শুরু করার দাবিতে কনভেনশনের প্রথম আহ্বায়ক ছিলেন। দল সবসময় তাঁর অভাব অনুভব করবে। বাঁকুড়ার সাংসদ বিজেপির সুভাষ সরকার বলেন, বাসুদেববাবুর সঙ্গে আমার পরিচয় ছিল। তিনি বিনয়ী ছিলেন। তাঁর প্রয়াণে আমরা মর্মাহত। তৃণমূলের পুরুলিয়া জেলা সভাপতি সৌমেন বেলথরিয়াও শোক প্রকাশ করে পরিবারকে সমবেদনা জানিয়েছেন।


No comments