Deaths in Orissa Written by Jayanta Mahapatra .অনুবাদক : মনোজিৎ দাস।।
গাছের বাকলের মুখগুলো ও তাদের আর্তিভগবানের হাতের মুঠোয় ঝুলতে থাকেতিনি ছাড়া আর কারো হাত নাই সাহায্যের।রামধনু যেমন সূর্য কিরণকে বিরত করে,যেমন কোনো রমনীর চোখের জ…
Deaths in Orissa Written by Jayanta Mahapatra .
অনুবাদক : মনোজিৎ দাস।।
গাছের বাকলের মুখগুলো ও তাদের আর্তি
ভগবানের হাতের মুঠোয় ঝুলতে থাকে
তিনি ছাড়া আর কারো হাত নাই সাহায্যের।
রামধনু যেমন সূর্য কিরণকে
বিরত করে,
যেমন কোনো রমনীর চোখের জল থাকে চোখের কোনায়।।
গুরুত্বহীন ধান গাছের পাকানো ঝুঁটি যেমন প্রকাশিত করে ,
তেমনি পঙ্গু , বিকল, বর্ণহীন পৃথিবীতে গুরুত্বহীন হয়ে পড়ে ধান গাছের নাড়া।
গুরুত্বহীন হয়ে পড়ে মুষ্টিবদ্ধ পেশী।
মা ভগবতী তাঁর গলার মালা বর্জন করেন -
তিনি পছন্দ করেন শ্বাসরোধ করে মৃত্যুর দিকে এগিয়ে দিতে।
কান্না ছাড়া আর কি আছে মহিলাদের ?
পুরুষের হাতে রক্তাত্ব হওয়া ছাড়া আর কি আছে মহিলাদের ?
শুধু ভয় - ভয় জেগে থাকে মুহুর্তে মুহূর্তে।
তাদের প্রয়োজন একজন ভগবানের,
যিনি কিছু ভালো করতে পারেন ,
ভয় থেকে মুক্তি দিতে পারেন।
হায়,আমি এক কবি ছাড়া আর কিছু নয়
শুধু কুকুরের মত ঘেউ ঘেউ করি।
আমি বলি দরজা খোল -
একটু নিশ্বাস নেই
একটা বাঘের মত স্মৃতি চাইনা
যে শুধু হামলা করবে।
এমন ভয়ঙ্কর রকম বেঁচে থেকে কি লাভ ?
একটা লাঠি অথবা ছুরি দিয়ে
ছিন্নভিন্ন করতে পারি একান্তে।।
No comments