এশিয়ান গেমসে দিনের শুরুতেই সোনা জিতল ভারত। আজ মেয়েদের কম্পাউন্ড তিরন্দাজিতে সোনা আসে ভারতের ঝুলিতে। স্বর্ণপদকজয়ী দলে ছিলেন জ্যোতি ভেন্নাম, অদিতি সোয়ামজ ও পারনীত কউর। সেমিফাইনালে ইন্দোনেশিয়াকে হারিয়ে আজ সহজেই ফাইনালে পৌঁছে যায় ভার…
এশিয়ান গেমসে দিনের শুরুতেই সোনা জিতল ভারত। আজ মেয়েদের কম্পাউন্ড তিরন্দাজিতে সোনা আসে ভারতের ঝুলিতে। স্বর্ণপদকজয়ী দলে ছিলেন জ্যোতি ভেন্নাম, অদিতি সোয়ামজ ও পারনীত কউর। সেমিফাইনালে ইন্দোনেশিয়াকে হারিয়ে আজ সহজেই ফাইনালে পৌঁছে যায় ভারতীয় দল। এরপর ফাইনালে চীনা তাইপেইকে ২৩০-২২৯ স্কোরে হারিয়ে সোনা আসে ভারতের ঝুলিতে। এশিয়ান গেমসে পুরুষদের কম্পাউন্ড ইভেন্টে তিরন্দাজিতে আরও একটি সোনা ছিনিয়ে নেয় ভারত। ফাইনালে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছেন ভারতের ওজাস দেওতালে, অভিষেক ভার্মা ও প্রথমেশ সমাধান। এই নিয়ে মোট ২১টি সোনা জিতল ভারত। ভারত।স্কোয়াশ মিক্সড ডাবলসের ফাইনালে সোনা জিতেছে ভারতীয় দল। ৭২ বছরের ইতিহাসে এতবড় সাফল্য আর কোনওবার আসেনি। ভারতের মোট পদকসংখ্যা গিয়ে পৌঁছেছে ৮২তে। তাই এবারের একশো পার পদকের লক্ষ্য পূরণও অসম্ভব নয় বলেই মনে করা হচ্ছে। এদিকে ব্যাডমিন্টনে ঘটে গিয়েছে অঘটন। মেয়েদের সিঙ্গলস-এর কোয়ার্টার ফাইনালে হেরে ইভেন্ট থেকে বিদায় নিয়েছেন দুবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু। আজ কুস্তিতে ব্রোঞ্জের লক্ষ্যে নামবেন ভারতের অন্তিম পাঙ্ঘাল। পুরুষদের ফাইনালে হেরে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলার সৌরভ ঘোষাকে। অন্যদিকে হকির সেমিফাইনালে চীনের কাছে ৪-০ গোলে হেরে বিদায় নিয়েছে ভারতীয় মহিলা হকি দলকে। এই মুহূর্তে ভারত ২১ টি সোনা, ৩১টি রুপো ও ৩২ টি ব্রোঞ্জের সঙ্গে চতুর্থ স্থানে রয়েছে।
No comments