Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দায় এড়িয়েছি -দিলীপ কুমার পাত্র

দায় এড়িয়েছি -দিলীপ কুমার পাত্র
বর্ষা এলেই জল থৈ থৈবাংলার মাঠঘাটতখনই কেন মগজে আসেখালগুলো এবার কাট।খাল কেটে ডেকেছি কুমিরখনন না করেজঞ্জালেতে ভরে!চারিদিকে তাকিয়ে দেখভেড়ি চাষও দেদার চলেনিকাশিও বেহালঘরবাড়ি যাদের মগ্ন জলেতারাও নাজে…

 




দায় এড়িয়েছি -দিলীপ কুমার পাত্র


বর্ষা এলেই জল থৈ থৈ

বাংলার মাঠঘাট

তখনই কেন মগজে আসে

খালগুলো এবার কাট।

খাল কেটে ডেকেছি কুমির

খনন না করে

জঞ্জালেতে ভরে!

চারিদিকে তাকিয়ে দেখ

ভেড়ি চাষও দেদার চলে

নিকাশিও বেহাল

ঘরবাড়ি যাদের মগ্ন জলে

তারাও নাজেহাল।

নষ্ট হচ্ছে খেতের ফসল

ডোবাও ভাসে

যার গেল তার গেলই গেল

কার কি যায় আসে?

সেচদপ্তর ঘুমিয়ে থাকে

প্রশাসনও তাই

নেতা মন্ত্রী বেড়ায় বলে

সবুর কর ভাই।

ব্যারেজ থেকে ছাড়ছে জল

আমরা করব কি?

এর ওর ঘাড়ে চাপিয়ে দোষ

দায় এড়িয়েছি।

No comments