Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৭২ ঘণ্টা পর নদীতে তলে যাওয়া মৃতদেহ উদ্ধার

৭২ ঘণ্টা পর নদীতে তলে যাওয়া মৃতদেহ উদ্ধারগত ৫ ই অক্টোবর রাত্রি সাড়ে দশটার সময় দুই ভাই মাছ ধরতে নেমেছিল হুগলি নদীতে। প্রবল বর্ষণ ও বজ্রপাতের সময় এক ভাই নদীতে তলিয়ে যায় অপর একজনকে এলাকার মানুষ তুলে নিয়ে দুর্গাচক হাসপাতালে ভর…

 




৭২ ঘণ্টা পর নদীতে তলে যাওয়া মৃতদেহ উদ্ধার

গত ৫ ই অক্টোবর রাত্রি সাড়ে দশটার সময় দুই ভাই মাছ ধরতে নেমেছিল হুগলি নদীতে। প্রবল বর্ষণ ও বজ্রপাতের সময় এক ভাই নদীতে তলিয়ে যায় অপর একজনকে এলাকার মানুষ তুলে নিয়ে দুর্গাচক হাসপাতালে ভর্তি করে ।

৬  অক্টোবর শুক্রবার  সকাল থেকেই হুগলি নদীতে উদ্ধার কাজ চালায় পুলিশ ও প্রশাসন এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট দিনরাত উৎকণ্ঠায় কাটে। সকাল থেকে চলে পুনরায় উদ্ধারকাজ আজ ৭ ই অক্টোবর শনিবার ১:১৫ নাগাদ খুঁজে পাওয়া যায় সাগর মন্ডল বয়স( ২৭) তার মৃতদেহ । 

সূত্রের খবর সুতাহাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাচক হাসপাতালে নিয়ে গেছেন। দুঃখ প্রকাশ করেছেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মিশ্র সমবেদনা জানিয়েছেন হোড়খালি অঞ্চল প্রধান আঞ্জুমা বিবি।

No comments