Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের হলদিয়া মহকুমার ৩১ জনের কমিটি সম্মেলন থেকে গৃহীত হয়

ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/k1s8-GiCXhE
রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের হলদিয়া মহকুমার ৩১ জনের কমিটি সম্মেলন থেকে গৃহীত হয়
 জনপরিষেবায় কোনরকম ঢিলেমি নয় । সমস্যা বুঝে সমাধানে আন্তরিক হতে হবে । সকল আধিকারিক,কর্মচারীদে…

 



ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/k1s8-GiCXhE


রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের হলদিয়া মহকুমার ৩১ জনের কমিটি সম্মেলন থেকে গৃহীত হয়


 জনপরিষেবায় কোনরকম ঢিলেমি নয় । সমস্যা বুঝে সমাধানে আন্তরিক হতে হবে । সকল আধিকারিক,কর্মচারীদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে । রবিবার হলদিয়ার সিটি সেন্টারে সোনার তরী ভবনে আয়োজিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের হলদিয়া মহকুমা সম্মেলনে সরকারি কর্মচারীদের এমনই পরামর্শ দেওয়া হয়েছে । হলদিয়া মহকুমার ৬টি ব্লক কমিটি এবং ৪৫টি শাখা কমিটির প্রতিনিধিদের উপস্থিতিতে এদিনের এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি, তথা রাজ্য স্টিয়ারিং কমিটির সদস্য শ্যামল পট্টনায়ক জানিয়েছেন,"রাজ্য সরকারের উন্নয়ন ধারাকে ত্বরান্বিত করতে আমাদের সংগঠনের সকল সদস্য এককাট্টা । তবে সেই উন্নয়নের গতি স্তব্ধ করতে মরিয়া কেন্দ্রের বিজেপি সরকার । রাজ্যের প্রাপ্য ১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা‌ থেকে বঞ্চিত করছে কেন্দ্রীয় সরকার । জাতপাতের রাজনীতি চালু করার চক্রান্ত চালিয়ে যাচ্ছে । এমন ঘৃণ্য রাজনীতির তীব্র প্রতিবাদ করছি আমরা ।" সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির মুখ্য উপদেষ্টা কার্তিক হাজরা, জোলা কার্যকরী সভাপতি চিন্ময় মুখার্জি সহ বহু নেতৃত্বের উপস্থিতিতে সম্মেলনে এদিন হলদিয়া মহকুমার ৩১জনের নতুন সাংগঠনিক কমিটির তৈরি হয়েছে । নতুন কমিটিতে সভাপতি নটরাজ গিরি, কার্যকরী সভাপতি সুজয় পন্ডা এবং কোষাধ্যক্ষ হয়েছেন চন্দন বেরা । নতুন কমিটি এক বছরের জন্য কাজ করবে ।


No comments