Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং!! হলদিয়া বন্দরের ভিতর থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ

ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/UH9OSNVyjnk
হলদিয়া বন্দরের ভিতর থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহহলদিয়া বন্দরে ভিতরে জাহাজের খোল থেকে উদ্ধার মৃত ব্যক্তি। গত কয়েকদিন ধরে প্রবল বর্ষণ শুরু হয়েছে আর সেই বর্ষার ফলে জন জীবন বিপন…

 


ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/UH9OSNVyjnk


হলদিয়া বন্দরের ভিতর থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ

হলদিয়া বন্দরে ভিতরে জাহাজের খোল থেকে উদ্ধার মৃত ব্যক্তি। গত কয়েকদিন ধরে প্রবল বর্ষণ শুরু হয়েছে আর সেই বর্ষার ফলে জন জীবন বিপন্ন হতে চলেছে। কিন্তু বন্দরের ভিতরে জাহাজের কাজ অব্যাহত রয়েছে । 

কিন্তু জাহাজের খোল থেকে উদ্ধার এই মৃত ব্যক্তি কে সে নিয়ে দ্বন্দ্বে রয়েছিল পুলিশ ।

সূত্রের খবর, জানা যায় ওই ব্যক্তির বাড়ি ভগবানপুরে  নাম হুজাইফা হোসেন বয়স ৩২ বাবার নাম শেখ আব্দুল ওয়াহিদ গ্রাম তেঁতুলিয়াচক পোস্ট লালপুর থানা ভগবানপুর দীর্ঘদিন হলদিয়াতে থাকতেন। হলদিয়া বন্দরের ভিতরে যে সকল জাহাজগুলি আসতো সেই জাহাজের  বিভিন্ন ধরনের গার্মেন্টস খাওয়ার ও অন্যান্য সামগ্রী জাহাজের কর্মচারীদের জন্য পৌঁছে দিতেন।

৪ঠা অক্টোবর বুধবার সকালে মৃতদেহ উদ্ধার হয় , ঘটনাটি ঘটেছে হলদিয়া থানার অন্তর্গত হলদিয়া বন্দরে 4/A এর বার্থে আই এস পি এল জাহাজের খোলে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় ।জানা যায় মৃত ব্যক্তির নাম হুজাইফা হোসেন। 

কিন্তু জাহাজের খোলে উনি কি করে এলেন?  কেনই বা জাহাজে উঠেছিলেন ?  কোন কোম্পানির গেট পাশ নিয়ে ঢুকে ছিলেন? কোম্পানির নাম কি? সে সব বিষয় নিয়ে দ্বন্দ্বে রয়েছে বন্দর কর্তৃপক্ষ। তদন্তে নেবেছেন হলদিয়া থানার পুলিশ । মৃত ব্যক্তি ময়না তদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ব্যক্তি সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্যের তদন্তের দাবি করলেন বিএমএস রাজ্য সহ সভাপতি প্রদীপ বিজলী। তিনি বলেন হলদিয়া বন্দর অন্যান্য বন্দরের তুলনায় অনেক উন্নত হয়েছে। নিরাপত্তা জোরদার না করলে তা আগামী দিনের সমস্যা হতে পারে। বন্দরের জাহাজের উপর কি করেছিলেন এই ব্যক্তি। এর পূর্ণাঙ্গ তদন্ত করা হোক।  যে কোম্পানির আন্ডারে গেট পাশ নিয়ে ঢুকেছিলেন সেই কোম্পানি কঠিন শাস্তি দেওয়া হোক এবং যে কোম্পানি বা এজেন্সির মারফত  বিভিন্ন খাদ্য সামগ্রী সরবরাহ করতেন তাদের এই মৃত ব্যক্তি পরিবারের হাতে ক্ষতি পূরণ দেওয়ার দাবি করলেন।









No comments