বিদ্যালয়ে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ, জুভেনাইল জাস্টিস বোর্ড এর সমবেত উদ্যোগে আয়োজিত হল "বাল্য বিবাহ ও শিশু পাচার বিরোধী আইনি সচেতনতা শিবির"মঙ্গলামাড়ো মঙ্গলা একাডেমী (উচ্চ মাধ্যমিক) বিদ্যালয়ে জেলা আইনি পরিষেবা কর্…
বিদ্যালয়ে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ, জুভেনাইল জাস্টিস বোর্ড এর সমবেত উদ্যোগে আয়োজিত হল "বাল্য বিবাহ ও শিশু পাচার বিরোধী আইনি সচেতনতা শিবির"
মঙ্গলামাড়ো মঙ্গলা একাডেমী (উচ্চ মাধ্যমিক) বিদ্যালয়ে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ, পূর্ব মেদিনীপুর, জেলা শিশু সুরক্ষা ইউনিট, পূর্ব মেদিনীপুর ও জুভেনাইল জাস্টিস বোর্ড এর সমবেত উদ্যোগে আয়োজিত হল "বাল্য বিবাহ ও শিশু পাচার বিরোধী আইনি সচেতনতা শিবির"।
উপস্থিত ছিলেন ১। শ্রী সমরেশ বেরা, মাননীয় সচিব জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ, পূর্ব মেদিনীপুর, ২। শ্রীমতি পারমিতা পাল, মাননীয়া প্রিন্সিপ্যাল ম্যাজিস্ট্রেট, জুভেনাইল জাস্টিস বোর্ড, ৩। শ্রী বিধান বিশ্বাস, সমষ্টি উন্নয়ন আধিকারিক, পটাশপুর -১, ৪। শ্রী মিলন দলুই, এস আই, পটাশপুর থানা, ৫। শ্রী প্রবীর কুমার মাইতি, প্রধান শিক্ষক, মঙ্গলামাড়ো মঙ্গলা একাডেমী (উচ্চ মাধ্যমিক)।
বক্তারা বিভিন্ন উদাহরণ দিয়ে বাল্য বিবাহের কুফল ও শিশু পাচার এর ভয়াবহতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব অডিও ভিসুয়াল মাধ্যমে বক্তব্য তুলে ধরেন।
আলোচনা শেষে ছাত্র ছাত্রীদের মধ্যে এই বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যক্তিরা সঠিক উত্তর দাতাদের হাতে পুরস্কার তুলে দেন। প্রায় ৪০০ ছাত্র ছাত্রীরা শিবিরে উপস্থিত ছিল।
No comments