Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রবল বৃষ্টিতে বজ্রপাতে মৃত এক আহত এক

প্রবল বৃষ্টিতে বজ্রপাতে মৃত এক আহত একনদীতে মাছ ধরতে গিয়ে বিপত্তি বজ্রাঘাতে এক ভাই ভাসমান ভেলা থেকে নদীতে পড়ে তলিয়ে যান আর অপর ভাই কোন রকমে ভেলায় আটকে থাকলেও তিনি দগ্ধ হন।সুতাহাটা ব্লকের অন্তর্গত হোড়খালি গ্ৰামের বাসিন্দা, সাগ…

 প্রবল বৃষ্টিতে বজ্রপাতে মৃত এক আহত এক

নদীতে মাছ ধরতে গিয়ে বিপত্তি বজ্রাঘাতে এক ভাই ভাসমান ভেলা থেকে নদীতে পড়ে তলিয়ে যান আর অপর ভাই কোন রকমে ভেলায় আটকে থাকলেও তিনি দগ্ধ হন।

সুতাহাটা ব্লকের অন্তর্গত হোড়খালি গ্ৰামের বাসিন্দা, সাগর মন্ডল ও সোমনাথ মন্ডল দুই ভাই গত বৃহস্পতিবার ৫ ই অক্টোবর হুগলি নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জন গুরুত্বর আহত এবং অন্য জন নদীর জলে তলিয়ে যায়,আহত ব্যাক্তিকে হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এবং অন্য জনের দেহ নদীতে  চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। তুলে গেছেন সাগর মণ্ডল বয়স ২৭ আর অপর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে তার ভাই সোমনাথ মন্ডলকে বয়স ২৫ ঘটনার পরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা যায় প্রতিদিনের মতোই নদীতে মাছ ধরতে বের হন দুই ভাই সাগর এবং সোমনাথ প্রাকৃতিক দুর্যোগ থাকা সত্ত্বেও মাছের টানে তারা নদীতে ভেলা ভাসিয়েছিলেন খাদ্যকলের তৈরি বেচ চওড়া ভেলা দুই ভাই যখন বেগুনা বেরিয়ে আসার কাছাকাছি তীর থেকে প্রায় ১০০ মিটার দূরে নদী গর্ভে মাছ ধরার ব্যস্ত তখনই মুষলধারে বৃষ্টি এবং বজ্রপাত শুরু হয়।। তখনই বাজ পড়ে তখন নদীর কূলে থাকা কিছু মানুষ বুঝতে পারার ওই দুই ভাই দুর্ঘটনার কবলে পড়েছেন রাতেই নৌকা নিয়ে যখন সোমনাথকে উদ্ধার করা গেলেও সাগরকে পাওয়া যায়নি। ভেলা থেকে পড়ে গিয়ে তলিয়ে গিয়েছেন দৃষ্টি এবং বজ্রপাতের প্রকোপ সেই রাত্রিই বেশ কিছু সময় ধরে স্থানীয় মানুষ খোঁজাখুঁজি করলেও তার সন্ধান মেলেনি তবে যখন সোমনাথকে স্থানীয় বেগুনা বেড়িয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে হলদিয়া মহাকুমার হাসপাতালে স্থানান্তরিত করা হয় সোমনাথের শরীরের প্রায় ২৫ শতাংশ ঝলসে গিয়েছে, রক্ত বের হতে দেখা যায় তার কান থেকে এদিকে শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা ১৪ ঘন্টা হুগলি নদীর বিস্তীর্ণ এলাকা জুড়ে স্থানীয় প্রশাসনের তরফে সাগরের খোঁজে তল্লাশি চালানো হয়। প্রসাসন দপ্তরের উদ্যোগে।

 উপস্থিত আছেন সুতাহাটা ব্লকের (সমষ্টি উন্নয়ন আধিকারিক) বিডিও আসিফ আনসারি, ও উপস্থিত আছেন সুতাহাটা ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি ও পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক কুমার মিশ্র এবং উপস্থিত আছেন জেলা যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য শিক্ষক অভিষেক দাস  এবং উপস্থিত আছেন হোড়খালি অঞ্চলের প্রধান আঞ্জুমা বিবি  এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক কমিটির সদস্য বৃন্দ।

স্থানীয় মৎস্যজীবীরাও নৌকা নিয়ে নদীতে সাগরের খোঁজে তল্লাশি চালান কিন্তু কোথাও তার কোন সন্ধান পাওয়া যায়নি। বাড়িতে স্ত্রী এবং তার দেড় বছরে এক শিশুর কন্যা রয়েছে। সুতাহাটা বিডিও জানিয়েছেন প্রশাসনিক নিয়ম অসহায় পরিবারটিকে দু লাখ টাকা পাবে। বাকি অন্যান্য সহযোগিতা কতটা কি করা যায় তা নিয়েও আলোচনা চলছে। সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মিশ্র বলেন আমরা অসহায় সাগরের পরিবারের পাশে রয়েছি। সরকারিভাবে  আমরা কিভাবে অনুদান তুলে দিতে পারি তা খতিয়ে দেখা চলছে।

No comments