Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

লক্ষ্মী পুজোয় পঁচেট জুয়েলস্টার ক্লাবের থিম একাল সেকাল

লক্ষ্মী পুজোয় পঁচেট জুয়েলস্টার ক্লাবের থিম একাল সেকালপুরনো দিনের রেডিও ,ক্যামেরা, ডিভিডি, ল্যাম্প, খবরের কাগজ বর্তমান দিনের ল্যাপটপ ,কম্পিউটার, মোবাইল দিয়ে তৈরি পঁচেট জুয়েলস্টার ক্লাবের লক্ষী পুজোর এবারের থিম ‘একাল সেকাল’। পট…

 




লক্ষ্মী পুজোয় পঁচেট জুয়েলস্টার ক্লাবের থিম একাল সেকাল

পুরনো দিনের রেডিও ,ক্যামেরা, ডিভিডি, ল্যাম্প, খবরের কাগজ বর্তমান দিনের ল্যাপটপ ,কম্পিউটার, মোবাইল দিয়ে তৈরি পঁচেট জুয়েলস্টার ক্লাবের লক্ষী পুজোর এবারের থিম ‘একাল সেকাল’। পটাশপুরের পঁচেট জুয়ালস্টার ক্লাবের পুজোর বয়স ২৭। পুরনো দিন আর বর্তমান দিনের মধ্যে পার্থক্য বোঝাতে তাদের এবারের থিম ‘একাল সেকাল’। পুরনো দিনের বিভিন্ন সরঞ্জাম ও বর্তমান দিনের বিভিন্ন সরঞ্জাম দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এই থিম। ক্লাবের ৫০ জন সদস্যের হাতে তৈরি এই থিম নজর কাটছে এলাকাবাসীর। অনন্য সুন্দরী প্রতিমা আর থিমের আকর্ষনে পুজোমণ্ডপে ভিড় চমকপ্রদ। 

ক্লাবের কর্মকর্তা সৈকত মাইতি বলেন, “গ্রামে সর্বজনীন লক্ষী পুজো হয় না। শুধুমাত্র কয়েকটি বাড়িতে পারিবারিক পুজো হয়। সেই কারণে আমরা গ্রামের মানুষকে সঙ্গে নিয়ে কয়েকদিন দিন ধরে লক্ষ্মীপুজো করি। সমস্ত পুজোর আনন্দ এখানেই পুষিয়ে নিই। অনেকে এখানে লক্ষ্মীপুজোয় নতুন জামা-কাপড়ও পরেন। শুধুমাত্র পুজো নয় মানব সেবায় ব্রতী হতে নানান সামাজিক কর্মসূচিও রয়েছে”

পুজোকে ঘিরে গ্রামের মানুষের পুজো উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গিয়েছে। গ্রাম জুড়ে সাজানো হয়েছে নানা ধরনের আলোর মূর্তি।

No comments