Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

" অভিযান" ৩১ তম বর্ষে শ্যামা পূজোর খুঁটি পুজো

" অভিযান" ৩১ তম বর্ষে শ্যামা পূজোর খুঁটি পুজো
দেখতে দেখতে আলোর উৎসব আসন্ন , " অভিযান" ৩১ তম বর্ষে পদার্পণ করলেন।  প্রতিবছরের ন্যায় এই বৎসরও কোজাগরী লক্ষ্মী পূজার দিনটিতেই শ্যামা পূজার খুঁটি পূজার মধ্য দিয়ে  প…

 



" অভিযান" ৩১ তম বর্ষে শ্যামা পূজোর খুঁটি পুজো


দেখতে দেখতে আলোর উৎসব আসন্ন , " অভিযান" ৩১ তম বর্ষে পদার্পণ করলেন।  প্রতিবছরের ন্যায় এই বৎসরও কোজাগরী লক্ষ্মী পূজার দিনটিতেই শ্যামা পূজার খুঁটি পূজার মধ্য দিয়ে  পূজোর আনুষ্ঠানিক কাজ শুরু হল।

 ক্লাব সভাপতি প্রদীপ চক্রবর্তী  বলেন দর্শনার্থীদের কথা মাথায় রেখে প্রতিমা, মন্ডপ শয্যা এবং আলোক শয্যায় নতুনত্ব থাকবে।  সাথে সাথে সামাজিক দায়বদ্ধতার কথাও আমরা ভুলে যাইনি । 

তাই বিগত বছর গুলির মতো পূজোর একটি বড় অংশ সামাজিক কাজে ব্যয় করা হবে। আসুন বিগত বছর গুলির মতো এ বছরও আপনাদের সহযোগিতায় এবং উপস্থিতিতে আমাদের ৩১ তম বর্ষে আলোর উৎসব আনন্দের সহিত পালন করি। খুঁটি পুজোতে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি প্রদীপ চক্রবর্তী,  ক্লাব সম্পাদক শোভন জানা, 

পুজো কমিটির সম্পাদক তনুময় সামন্ত, পুজো কমিটির সভাপতি অমৃত মাইতি , সহ-সম্পাদক শুভঙ্কর সামন্ত ,  হিসাব পরীক্ষক শোভন মাইতি,  সুশান্ত ধাড়া, শক্তিপ্রসাদ মিশ্র,  সুতপা দাস,  সহ অন্যান্য সদস্য ও সদস্যা বৃন্দ।

No comments