Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়াতে কোস্ট গার্ডের হেড কোয়ার্টার পরিদর্শন

হলদিয়াতে কোস্ট গার্ডের হেড কোয়ার্টার পরিদর্শন
 ইন্ডিয়ান কোস্ট গার্ডের হলদিয়া হেড কোয়ার্টার ঘুরে দেখলেন সংস্থার ডাইরেক্টর জেনারেল রাকেশ পাল। বুধবার  ১১ ই অক্টোবর হলদিয়ায় পৌঁছে তিনি কোস্ট গার্ডের কাজকর্ম খতিয়ে দেখেন। কোস্টগা…

 




হলদিয়াতে কোস্ট গার্ডের হেড কোয়ার্টার পরিদর্শন


 ইন্ডিয়ান কোস্ট গার্ডের হলদিয়া হেড কোয়ার্টার ঘুরে দেখলেন সংস্থার ডাইরেক্টর জেনারেল রাকেশ পাল। বুধবার  ১১ ই অক্টোবর হলদিয়ায় পৌঁছে তিনি কোস্ট গার্ডের কাজকর্ম খতিয়ে দেখেন। কোস্টগার্ডের দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ ইউনিটিও ঘুরে দেখেন তিনি। এদিন হলদিয়ায় জওয়ানদের কাছ থেকে গার্ড অফ অনার গ্রহণ করার পর হলদিয়ায় কোস্ট গার্ডের নতুন ৮০টি কোয়ার্টারের উদ্বোধন করেন। 

উপকূল এলাকার নিরাপত্তা জোরদার করতে পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশা উপকূল নিয়ে  একগুচ্ছ পরিকল্পনা তৈরি न করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। সূত্রের খবর বৃহস্পতিবার ১২ ই অক্টোবর কলকাতায় তিনি  ন্যাশনাল মেরিটাইম সার্চ অ্যাও রেসকিউ বোর্ড মিটিংয়ে যোগ দেবেন।

No comments