ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/EeFejfjl-aI
সপ্তমী পূর্ণ তিথিতে অসহায় দুঃস্থ গ্রামবাসীদের হাতে নতুন পোশাক তুলে দিলেন- পাল পরিবারআজ মহাসপ্তমীর পূর্ণ তিথিতে দুঃস্থ অসহায় গ্রামবাসীদের হাতে নতুন পোশাক তুলে দিলেন বিশিষ্ট সমাজস…
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/EeFejfjl-aI
সপ্তমী পূর্ণ তিথিতে অসহায় দুঃস্থ গ্রামবাসীদের হাতে নতুন পোশাক তুলে দিলেন- পাল পরিবার
আজ মহাসপ্তমীর পূর্ণ তিথিতে দুঃস্থ অসহায় গ্রামবাসীদের হাতে নতুন পোশাক তুলে দিলেন বিশিষ্ট সমাজসেবী প্রয়াত ঈশান পালের স্মৃতির উদ্দেশ্যে তার পরিবারের লোকেরা। বাড় বাজিতপুরের গ্রামবাসী ঈশান পাল স্মৃতির উদ্দেশ্যে তার চার ছেলে ও তার পরিবারের সকলে মিলে পারিবারিক দুর্গোৎসব শুরু হয়েছিল ২০১৫ সাল থেকে।
আজ মহা সপ্তমী। মহা সপ্তমীর পূর্ণ তিথিতে বাড় বাজিতপুরের গ্রামবাসী এলাকার দুস্থ অসহায় মানুষদের হাতে নতুন পোশাক তুলে দিলেন। রাত কাটলে মহাষ্টমীর পুণ্য তিথিতে মায়ের কাছে সকলেই নতুন পোশাক পরে পুষ্পাঞ্জলি দেবেন।
কিন্তু অসহায় দুঃস্থ মানুষ মায়ের কাছে যাওয়ার মতো নতুন পোশাক থাকে না তাই সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন প্রত্যেক বছরের মত এ বছর পাল পরিবার।
প্রায় ৪৫ জন দোস্ত অসহায় মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন অষ্টমী নবমী দশমী তিন দিন মিলে থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অষ্টমী পূণ্য লগ্নে যারা ব্রতি হবেন সংকল্প করবেন তাদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। নবমী দশমী তে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কীর্তন। নবমীর দশমীতে থাকছে অন্য ভোগের ব্যবস্থা দশমীতে থাকছে পাল পরিবারের মায়েদের দ্বারা সিঁদুর খেলা।
No comments