জেলার বিশিষ্ট সাংবাদিক ৮৪ তম বর্ষে জন্মদিন পালন পূর্ব মেদিনীপুর জেলা একগুচ্ছ সাপ্তাহিক এবং পাক্ষিক পত্রিকা প্রকাশিত হয়। হলদিয়া মহকুমার এলাকায় অনেক পত্রিকা প্রকাশিত হয় হলদিয়া বাসুদেবপুর গ্রামে অবস্থিত প্রেসক্লাব টাইম পত্রিকার…
জেলার বিশিষ্ট সাংবাদিক ৮৪ তম বর্ষে জন্মদিন পালন পূর্ব মেদিনীপুর জেলা একগুচ্ছ সাপ্তাহিক এবং পাক্ষিক পত্রিকা প্রকাশিত হয়। হলদিয়া মহকুমার এলাকায় অনেক পত্রিকা প্রকাশিত হয় হলদিয়া বাসুদেবপুর গ্রামে অবস্থিত প্রেসক্লাব টাইম পত্রিকার সম্পাদক সত্যেন নায়েক ৮৪ তম বর্ষে পদার্পণ করলেন।
২৯ অক্টোবর রবিবার জন্মদিন কে কেন্দ্র করে পরিবারের মধ্যে ছিল ছোট থেকে বড় সকলের মধ্যে চোখে মুখে ছিল আনন্দ। কলম খাতা এবং কেক কেটে দাদুর জন্মদিন পালন করলেন।
সত্যেন বাবু বলেন আমি ধন্য নতুন প্রজন্ম যখন মোবাইল বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হয়ে যাচ্ছে তাদের দাদুকে যে মনে রেখে তাদের উদ্যোগে কেক নিয়ে এনে কেক কাটার মধ্য দিয়ে আমার জন্মদিন পালন করল আমি তাদের আশীর্বাদ করি বড়দের শুভেচ্ছা জানাই তারা আরো বড় হোক।
আরো এরা আমার থেকেও শতায়ু হবে ঈশ্বরের কাছে কামনা করি ।
No comments