২৭ নম্বর ওয়ার্ডে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত তৃণমূল কর্মীকে দেখতে এলেন আজগর
হলদিয়া বিধানসভার অন্তর্গত ২৭ নং ওয়ার্ডে বিজেপি আশ্রিত দুষ্কৃতি ও শুভেন্দু অনুগামীদের দ্বারা আহত হয় তৃণমূল কংগ্রেস কর্মী সেক আনসুর, তার সুচিকিৎসা জন্য গ…
২৭ নম্বর ওয়ার্ডে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত তৃণমূল কর্মীকে দেখতে এলেন আজগর
হলদিয়া বিধানসভার অন্তর্গত ২৭ নং ওয়ার্ডে বিজেপি আশ্রিত দুষ্কৃতি ও শুভেন্দু অনুগামীদের দ্বারা আহত হয় তৃণমূল কংগ্রেস কর্মী সেক আনসুর, তার সুচিকিৎসা জন্য গতকাল বি.সি রায় হাসপাতালে ভর্তি করা হয়,, আজকে শারীরিক খোঁজখবর নিয়ে তার পাশে এবং তার পরিবারের পাশে সর্বদা তৃণমূল কংগ্রেস পরিবার আছে সেই বার্তা পৌঁছে দিলেন আজগর।
তিনি বলেন আমরা লড়াই করতে জানি। কার ঔষধ কিভাবে দিতে হয়, ঠিক সময় ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দেবো। আমরা নেত্রী Mamata Banerjee নীতি আদর্শ কে মেনে চলি। তিনি সর্বদা সততা, শান্তির প্রতীক।। তা বলে এই নয় যে আমরা কাওকে ভয় পাই। শান্ত হলদিয়া কে বেশ কিছু জায়গায় বিজেপি শুভেন্দু অনুগামী দ্বারা অশান্ত করার চেষ্টা করছে,, আমরা তাদেরকে বলতে চাই পরিবর্তন হয়ে যায় নিজের ভুল নিজেই শুধরে নিন। আমরা বদল এ বিশ্বাসী, বদলায় নয়। সময় আছে শুধরে যান।
No comments