Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভগবান শ্রীকৃষ্ণ কী ব্যাখ্যা করে গেছেন কলিযুগ সম্পর্পকে

ভগবান শ্রীকৃষ্ণ কী ব্যাখ্যা করে গেছেন কলিযুগ সম্পর্পকে
"একদিন পঞ্চপান্ডব ভগবানের কাছে কলিযুগ কেমন হবে তার বর্ণনা জানার ইচ্ছা প্রকাশ করেন।পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাদের পাঁচ জনকে জঙ্গল ভ্রমণ করার পরামর্শ দিয়ে বলেন প্রত্যেকে ভি…

 



ভগবান শ্রীকৃষ্ণ কী ব্যাখ্যা করে গেছেন কলিযুগ সম্পর্পকে


"একদিন পঞ্চপান্ডব ভগবানের কাছে কলিযুগ কেমন হবে তার বর্ণনা জানার ইচ্ছা প্রকাশ করেন।

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাদের পাঁচ জনকে জঙ্গল ভ্রমণ করার পরামর্শ দিয়ে বলেন প্রত্যেকে ভিন্ন ভিন্ন অভিমুখে যাত্রা করতে ও জঙ্গলে দৃশ্যমান ঘটনা শ্রীকৃষ্ণকে এসে জানাতে। পঞ্চপাণ্ডব জঙ্গল অভিমুখে যাত্রা শুরু করেন।

..

যুধিষ্ঠির দেখতে পেল দুই শুঁড় বিশিষ্ট এক‌টি হাতি। তিনি এসে তা শ্রীকৃষ্ণকে বলেন।শ্রীকৃষ্ণ বলেন কলিযুগে মানুষ হবে মিথ্যেবাদী স্বার্থপর। তারা মুখে বলবে এক কিন্তু কৃতকর্ম থাকবে সম্পূর্ন ভিন্ন।অর্থাৎ প্রতিশ্রুতি আর কাজের মধ্যে কোনো মিল থাকবেনা।

..

ভীম দেখতে পেল একটি গরু তার বাছুরকে চেটে চেটে আদর করছে কিন্তু এত মাত্রায় বাছুরটিকে চাটছে যে বাছুরটির গায়ের ছাল উঠে রক্তক্ষরণ হতে শুরু করেছে। এসে একথা শ্রী -কৃষ্ণকে জানালে এবং পরমেশ্বর শ্রীকৃষ্ণ বলেন কলিযুগে পিতা-মাতার অন্ধ স্নেহ ও অতি মাত্রায় ভালোবাসাই তাদের সন্তানের ক্ষতির কারণ হয়ে উঠবে। যেমন এতে সন্তানদের বিচার বুদ্ধিহীনতা ও পরনির্ভরশীল করে তুলবে ,যা আগামীতে স্বাভাবিক ও সুস্থ জীবনযাপনে তাদের বাধা হয়ে দাড়াবে।

..

অর্জুন দেখতে পেল একটা শকুনের দুই বিশালাকার ডানায় বেদ লিখিত আছে কিন্তু সে নরমাংস ভক্ষন করছে। এ বিষ্ময়কর দৃশ্য অর্জুনকে মর্মাহত করে ও তিনি পরমেশ্বর শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলে পরমেশ্বর বলেন কলিযুগে ভন্ড সাধকের পরিমান বৃদ্ধি পাবে।অর্থাৎ দেশ ও সমাজের বুকে যারা ধার্মিক ও জ্ঞানী হিসেবে খ্যাতি পাবেন তাদের প্রকৃত মানষিকতা থাকবে শকুনের ন্যায়। উপরে ধর্ম ও জ্ঞানের বর্ম পরিহিত মানুষ গুলি নিজেরাই হবে ধর্মভ্রষ্ট ও শয়তান।

..

নকুল দেখতে পেল এক বিশালাকার পাথর খন্ড পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ছে।কোনো বৃক্ষই তাকে আটকাবার ক্ষমতা রাখছেনা সবকিছু তছনছ করতে করতে ভয়ংকর গতিতে নিচের দিকে নেমে আসছে। অথচ কিছুদূর নামার পর একটি গুল্ম গাছের গোড়ায় এসে পাথরটি থেমে যায় এবং বন্ধ হয় তার তান্ডব-লীলা।

.. 

এ ঘটনা পরমেশ্বর কে জানালে তিনি বলেন কলিযুগে মানুষের পাপের পরিমান ওই পাথরসম হবে। যা তার জীবনকে তছনছ করে দেবে। ধ্বংস অভিমুখে চালিত করবে গোটা সমাজকে।কিন্তু যদি কোনো ব্যক্তি বা মানুষ শুদ্ধ মনে শুধুমাত্র আমার'ই স্বরনাপন্ন হয় তবে তাঁকে আমি'ই সর্ববিপদ থেকে রক্ষা করবো।অর্থাৎ সামান্য ও গুল্মসম গাছের মতো যদি নূন্যতম কেউ আমার ভজনা করে পাপ তখনি নিরাময় হবে।

No comments