মেদিনীপুর জেলায় প্রিপেইড স্মার্ট মিটার নিয়ে একটি কনভেনশনে সুজন চক্রবর্তী
"২০০৩ সাল থেকে বিদ্যুৎ ব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল তৎকালীন এনডিএ সরকার। মমতা ব্যানার্জি সেই সরকারের মন্ত্রী ছিলেন। এখন আবার বিজেপি নেতৃত্ব…
মেদিনীপুর জেলায় প্রিপেইড স্মার্ট মিটার নিয়ে একটি কনভেনশনে সুজন চক্রবর্তী
"২০০৩ সাল থেকে বিদ্যুৎ ব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল তৎকালীন এনডিএ সরকার। মমতা ব্যানার্জি সেই সরকারের মন্ত্রী ছিলেন। এখন আবার বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রের সরকার এই বিদ্যুৎ ব্যবস্থাকে পুরোপুরি বেসরকারিকরন করার পথে হাঁটছে। যাতে পুরোপুরি সমর্থন করেছে এ রাজ্যের তৃণমূল সরকার।" সোমবার পূর্ব মেদিনীপুর জেলায় প্রিপেইড স্মার্ট মিটার নিয়ে একটি কনভেনশনে একথা বলেন সুজন চক্রবর্তী। প্রিপেইড স্মার্ট মিটারিং এর নামে বিদ্যুৎ বন্টন ব্যবস্থায় বেসরকারিকরণ করার মধ্য দিয়ে গরিব, মধ্যবিত্ত বিদ্যুৎ গ্রাহক, কৃষকদের ব্যবহারের বিদ্যুতের ব্যাপক দাম বৃদ্ধি হয়েছে। তার প্রতিবাদে সিআইটিইউ, সারাভারত কৃষকসভা ও সারা ভারত খেতমজুর ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে সোমবার কুলবেড়িয়ায় কনভেনশন হয়। এই কনভেনশনে সুজন চক্রবর্তী ছাড়াও বক্তব্য রাখেন সিআইটিইউ'র রাজ্য সম্পাদক অনাদি সাহু, সিআইটিইউ'র সর্বভারতীয় নেতা সুদীপ দত্ত, রাজ্যবিদ্যুৎ ওয়ার্কমেন্স ইউনিয়নের সম্পাদক অরিন্দম রায়।
No comments