জাহাজের সিঁড়ি থেকে পড়ে মৃত্যু এক
হলদিয়া বন্দরে ভিতরে জাহাজের খোলে মৃত্যু এক ব্যক্তি। গত কয়েকদিন ধরে প্রবল বর্ষণ শুরু হয়েছে আর সেই বর্ষার ফলে জন জীবন বিপন্ন হতে চলেছে। কিন্তু বন্দরের ভিতরে জাহাজের পর্ন খালি অব্যাহত রয়েছে । ঘট…
জাহাজের সিঁড়ি থেকে পড়ে মৃত্যু এক
হলদিয়া বন্দরে ভিতরে জাহাজের খোলে মৃত্যু এক ব্যক্তি। গত কয়েকদিন ধরে প্রবল বর্ষণ শুরু হয়েছে আর সেই বর্ষার ফলে জন জীবন বিপন্ন হতে চলেছে। কিন্তু বন্দরের ভিতরে জাহাজের পর্ন খালি অব্যাহত রয়েছে । ঘটনাটি ঘটেছে হলদিয়া থানার অন্তর্গত হলদিয়া বন্দরে 4/A এর বার্থে আই এস পি এল জাহাজের খোলে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় ।জানা যায় মৃত ব্যক্তির নাম খুঁজাইফা হোসেন। কিন্তু জাহাজের খোলে উনি কি করে এলেন? কেনই বা জাহাজে উঠেছিলেন ? কে এই ব্যাক্তি কোন কোম্পানির গেট পাশ নিয়ে ঢুকে ছিলেন? কোম্পানির নাম কি? এর বাড়ি কোথায়? সে সব বিষয় নিয়ে দ্বন্দ্বে রয়েছে বন্দর কর্তৃপক্ষ। এই ব্যক্তি সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্যের তদন্তের দাবি করলেন বিএমএস রাজ্য সহ সভাপতি প্রদীপ বিজলী। তিনি বলেন হলদিয়া বন্দর অন্যান্য বন্দরের তুলনায় অনেক উন্নত হয়েছে। নিরাপত্তা জোরদার না করলে তা আগামী দিনের সমস্যা হতে পারে। বন্দরের জাহাজের উপর কি করেছিলেন একজন এই ব্যক্তি। এর পূর্ণাঙ্গ তদন্ত করা হোক।
No comments