Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আইসিডিএস কর্মীদের বিক্ষোভ ডেপুটেশন

ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/wCXlwOminC0
আইসিডিএস কর্মীদের বিক্ষোভ ডেপুটেশন রাজ্য আইসিডিএস কর্মী সমিতির উদ্যোগে হলদিয়া আরবান প্রজেক্ট এলাকার মহিলারা আজ হলদিয়া পৌরসভা সিডিপিও (আইসিডিএস ) দপ্তরে ডেপুটেশন বিক্ষোভ কর্মসূচি…



ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/wCXlwOminC0


আইসিডিএস কর্মীদের বিক্ষোভ ডেপুটেশন রাজ্য আইসিডিএস কর্মী সমিতির উদ্যোগে হলদিয়া আরবান প্রজেক্ট এলাকার মহিলারা আজ হলদিয়া পৌরসভা সিডিপিও (আইসিডিএস ) দপ্তরে ডেপুটেশন বিক্ষোভ কর্মসূচি পালিত হল। পুজো আর কয়েকদিন বাকি মা আসছেন মর্তে। সকলেই মায়ের আগমনীতে মেতে উঠেছেন । আর এলাকার মায়েরা যারা নবজাতক শিশু এবং গর্ভবতী মায়েদের জন্য সুষম খাদ্য রান্না করে পরিবেশন করেন তারা আজ রাস্তায় নিজেদের জীবন জীবিকার দাবি  নিয়ে বিক্ষোভ মিছিলে সামিল হলেন।

১৮ই অক্টোবর মঙ্গলবার বেলা এগারোটা থেকে হলদিয়া পৌর আরবান সিডিপিও অফিসের সামনে তাদের বিক্ষোভ মিছিল সংঘটিত হয়। আইসিডিএস কর্মী, নন্দিতা কর বিউটি মুখার্জী জানান সিডিপিও তাপস কোলে তাদের দাবিদাওয়া গুলির গ্রহণ করেছেন এবং উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে তাদের এই সকল দাবি পাঠিয়ে দেবেন বলে জানালেন নন্দিতা কর আরো বলেন আজ সারা রাজ্যজুড়ে প্রত্যেকটি পৌর এবং পঞ্চায়েত সমিতির অফিসের সামনে আইসিডিএস কর্মীরা রাজ্যভিত্তিক দাবি দেওয়া নিয়ে আজকের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার প্রায় ১২ দফা দাবি নিয়ে তাদের কর্মসূচি।

(১) অবসরকালীন কর্মী ও সহায়িকাদের এককালীন তিন লক্ষ টাকা প্রদান

২) সমস্ত কর্মী ও সহায়িকাদের গ্রাচ্যুইটি প্রদান।

৩) যে সমস্ত কেন্দ্রে কর্মী ও সহায়িকা নেই সেখানে দ্রুত কর্মী ও সহায়িকা নিয়োগ করতে হবে।

 ৪) কেন্দ্র পরিচালনার জন্য যাবতীয় প্রয়োজনীয় দ্রব্য এবং পরিকাঠামো ঠিক করে দিতে হবে।

 ৫) আমাদের পোষান ট্রেকারের জন্য ইনসেনটিভ ও ডাটা চার্জের টাকা ঠিক মতো নির্দিষ্ট সময়ে নিতে হবে। 

৬) কর্মীদের বারংবার চাপ না দিয়ে আগে মোবাইল দেওয়ার জন্য ব্যবস্থা করতে হবে। ৭) বাজারের দ্রব্যমূল্যের ভিত্তিতে জ্বলানী, সব্জী ও ডিমের টাকা বাড়াতে হবে। ৮) প্রতি মাসে ১০ তারিখের মধ্যে সব্জী ও জ্বলানী বিল দিতে হবে। ৯) নতুন নতুন কাজ (পোষান ট্রেকারে) করানোর জন্য পূর্বে কর্মীদের প্রশিক্ষন দিতে হবে।

১০) প্রত্যেক মাসে কর্মী ও সহায়িকাদের নিয়ে মিটিং করতে হবে, যাতে আমরা আমাদের কাজের সুবিধা ও অসুবিধা সম্পর্কে অবগত হই।

১১) যে সমস্ত কেন্দ্রের ভাড়া বাকী আছে অবিলম্বে তাদের ভাড়া মিটিয়ে দিতে।১২) অনারীয়াম বৃদ্ধি করতে হবে।





No comments