Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বর্ষার পূর্বে পূর্ন সংস্কারের দাবীতে বি ডি ওঅফিসে জলবন্দীদের বিক্ষোভ অভিযান

বর্ষার পূর্বে পূর্ন সংস্কারের দাবীতে বি ডি ওঅফিসে জলবন্দীদের বিক্ষোভ অভিযান

কোলাঘাট ব্লকে বর্ষার জমা দূষিত জল দ্রুত বের করা সহ সোয়াদিঘী,দেহাটী খাল আগামী বর্ষার পূর্বে পূর্ন সংস্কারের দাবীতে বি ডি ওঅফিসে জলবন্দীদের বিক্ষোভ অভিযান  …

 


বর্ষার পূর্বে পূর্ন সংস্কারের দাবীতে বি ডি ওঅফিসে জলবন্দীদের বিক্ষোভ অভিযান



কোলাঘাট ব্লকে বর্ষার জমা দূষিত জল দ্রুত বের করা সহ সোয়াদিঘী,দেহাটী খাল আগামী বর্ষার পূর্বে পূর্ন সংস্কারের দাবীতে বি ডি ওঅফিসে জলবন্দীদের বিক্ষোভ অভিযান

          পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ও শহীদ মাতঙ্গিনী ব্লক এলাকার জমা দূষিত জল দ্রুত বের করা সহ আগামী বর্ষার পূর্বে সোয়াদিঘী ও দেহাটী খাল পূর্ন সংস্কারের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত না নেওয়ায় পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটির কোলাঘাট ব্লক শাখা আজ বি ডি ও অফিসে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচিতে সামিল হন। ডেপুটেশনে প্রায় দু শতাধিক মহিলা সহ জলবন্দী এলাকার মানুষ উপস্থিত ছিলেন। কর্মসূচিতে নেতৃত্ব দেন কমিটির যুগ্ম  সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক, উপদেষ্টা অধ্যাপক জয়মোহন পাল, সোয়াদিঘী খাল সংস্কার সমিতির সম্পাদক মধুসূদন বেরা, সহঃ সম্পাদক প্রশান্ত সামন্ত প্রমুখ। বিক্ষোভকারীরা কোলাঘাটের বিবেকানন্দ মোড় থেকে মিছিল করে বি ডি ও অফিসে সভা করেন। এবং আট দফা দাবী সম্বলিত স্মারকলিপি পেশ করা হয়। ডেপুটেশন গ্রহণ করেন বি ডি ও অর্ঘ ঘোষ। 

            উপরোক্ত দাবীতে গত ১২ অক্টোবর ৪১ নম্বর জাতীয় সড়ক অবরোধের পরও সেচ দপ্তর অর্থের সংকটের কারনে এখনই আশু কিছু কাজ করতে পারছে না, এই অভিযোগে উক্ত কর্মসূচি নেওয়া হয়েছে বলে নারায়ণ চন্দ্র নায়ক মন্তব্য করেন।

        উল্লেখ্য, তমলুক মহকুমার গুরুত্বপূর্ণ নিকাশী খাল হোল-সোয়াদিঘী ও দেহাটী খাল। ২২ কিমি দীর্ঘ সোয়াদিঘী খালটি কোলাঘাট ব্লকের নারায়ন পাকুড়িয়া থেকে বেরিয়ে ভোগপুর ও দেড়িয়াচক গ্রাম পঞ্চায়েত এলাকা হয়ে শহীদ মাতঙ্গিনী ব্লকের সোয়াদিঘীতে পড়েছে। খালটি দিয়ে প্রায় শতাধিক মৌজার নিকাশী জল রূপনারায়নে বের হয়। খালটি যেখানে রূপনারায়নে পড়েছে, বছর কয়েক পূর্বে সেখানে নদীর ভেতরে বেআইনী মাছের ঝিল তৈরী হয়েছে। এহেন গুরুত্বপূর্ন খালটি দীর্ঘদিন পূর্ণ সংস্কার না হওয়ায় সাম্প্রতিক নিম্নচাপজনিত বর্ষনে পাঁশকুড়া স্টেশন বাজার সহ কোলাঘাট ব্লকের দেড়িয়াচক,ভোগপুর,সাগরবাড় এলাকার বিস্তীর্ণ এলাকা আজো জলমগ্ন হয়ে রয়েছে। 

           অন্যদিকে ১৯ কিমি দীর্ঘ দেহাটী খাল দিয়ে কোলাঘাট ও পাঁশকুড়া ব্লকের প্রায় শতাধিক মৌজার বিস্তীর্ন অংশের জল নিকাশী হয় রূপনারায়নের কোলাঘাটে। এই খালটিও দীর্ঘদিন সংস্কার না হওয়ায় মজে যাওয়ায় এই বিপত্তি বলে জানা গেছে। 

            ফলস্বরূপ এলাকার রাস্তা সহ আমনধান-ফুল-পানবরোজ-সব্জী-মাছচাষ ভীষণ ক্ষতির সম্মুখীন হয়েছে। বর্তমানে ওই জমা জল দূষিত হয়ে গ্রামগুলিতে দুর্গন্ধ ছড়াচ্ছে। সাপের উপদ্রব বাড়ছে।

No comments