Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহিষাদলের মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় নির্মান নিয়ে তরজার মাঝে নয়া উপাচার্য নিয়োগ, এবার কি দূর হবে সমস্যা?

মহিষাদলের মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় নির্মান নিয়ে তরজার মাঝে নয়া উপাচার্য নিয়োগ, এবার কি দূর হবে সমস্যা?প্রায় পাঁচ বছর কেটে গেলেও মহিষাদলের বামুনিয়া মৌজায় গড়ে ওঠা মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের ভবনের কাজ সম্পূর্ণ না হওয়ায় শ…

 




মহিষাদলের মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় নির্মান নিয়ে তরজার মাঝে নয়া উপাচার্য নিয়োগ, এবার কি দূর হবে সমস্যা?

প্রায় পাঁচ বছর কেটে গেলেও মহিষাদলের বামুনিয়া মৌজায় গড়ে ওঠা মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের ভবনের কাজ সম্পূর্ণ না হওয়ায় শাসক বিরোধী রাজনৈতিক দলের তরজার মাঝে নয়া উপাচার্য হলেন বিভরাজভূষণ পরিদা। বর্ধমান

বিশ্ববিদ্যালয়ের পর্যটন বিভাগের ডাইরেক্টর ছিলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হওয়ায়  এবার কি বিশ্ববিদ্যালয়ের থমকে থাকা কাজে গতি  ফিরবে?। এক দিকে নিজস্ব ভবন না থাকা অন্যদিকে উপাচার্য না থাকার কারণে অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষা কর্মী, আধিকারিক মিলে ৪১ জনের বেতন সাড়ে তিন মাসের বেশি সময় আটকে রয়েছে। শিক্ষা পরিকাঠামো অনুযায়ী ১৬ জন শিক্ষক এবং ২০ জন শিক্ষা কর্মী নিয়োগ প্রয়োজন। এবার সেই কাজটিও মসৃণভাবে হওয়ার সুযোগ তৈরি হল বলে মনে করা হচ্ছে। পাশাপাশি মহিষাদলের বামুনিয়া মৌজায় ২০ একর জায়গা জুড়ে নির্মীয়মান বিশ্ববিদ্যালয়ের কাজ ফের শুরু হতে চলেছে বলে জানা গিয়েছে। বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব গ্রহণ করে নতুন উপাচার্য বিভরাজভূষণ পরিদা জানিয়েছেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে জোর দিতে চাই। সেজন্য অধ্যাপক, অধ্যাপিকা, পড়ুয়া এমনকি শিক্ষা কর্মীদের সঙ্গে আলোচনা বজায় রেখে কাজ করা হবে। বিশ্ববিদ্যালয়ের কাজে গতি আনতে জোর দেওয়া হবে।”

রাজ্য সরকারের উদাসীনতা,  আমি হলদিয়া উন্নয়ন পর্ষদের দায়িত্বে থাকাকালীন একটাকার বিনিময়ে ২০ একর জায়গা দিয়েছিলাম। এখন কে চেয়ারম্যান আছেন? কাজ হয়নি কেনো? এই সরকার চিটিংবাজ সরকার। তাই এই অবস্থা।মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

পালটা উত্তরে স্থানীয় বিধায়ক তিলককুমার চক্রবর্তী জানান, আমাদের সরকারের আমলে বহু বিশ্ববিদ্যালয়ের, মেডিক্যাল কলেজ গড়ে উঠেছে। বড় কাজ করতে সময় লাগে। তাই ধিরে ধিরে কাজ হচ্ছে। আমরাও চেস্টা করছি দ্রুত মহিষাদলের মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের কাজ সম্পূর্ণ করার।

বর্তমান সময়ে মহিষাদল রাজ কলেজের কয়েকটি ক্লাস রুম নিয়ে পঠনপাঠন শুরু হয়েছে। ছাত্রের সংখ্যাও বাড়ছে। একই ভবনে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন কতদিন চলবে? কবে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় তার নিজস্ব ভবন পাবে সেদিকেই তাকিয়ে সকলে।।

No comments