প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ
মিড ডে মিলের টাকা চুরির অভিযোগ তুলে প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা । ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নং ব্লকের বরিদা গ্রামে। অভিযোগ…
প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ
মিড ডে মিলের টাকা চুরির অভিযোগ তুলে প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা । ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নং ব্লকের বরিদা গ্রামে। অভিযোগ বরিদা পাটনা প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক দেবাশীষ সাউর বিরুদ্ধে দীর্ঘ ৫ বছর ধরে স্কুলের মিড ডে মিলের টাকা আত্মসাৎ এবং স্কুলের উন্নয়নের টাকা সহ- একাধিক দুর্নীতির অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দারা দুপুর থেকে রাত পর্যন্ত কয়েক ঘন্টা ধরে চলে দফায় দফায় বিক্ষোভ। উত্তেজিত এলাকাবাসী বিক্ষোভ দেখায় স্কুল চত্বরে । এলাকাবাসীর অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষক এর আগেও দুর্নীতি করে ধরা পড়ে ছিল। তার পর পুনরায় একই রকম দুর্নীতি করছে। ৫ বছরে খরচের কোনো হিসেব দেখাতে পারছে না প্রধান শিক্ষক। স্থানীয় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে প্রধান শিক্ষককে ঘিরে ধরে ঠেলাঠেলি ও ধস্তাধস্তি করে ক্ষুব্ধ বাসিন্দারা। প্রধান শিক্ষককে ক্লাস রুমের মধ্যে বেশ কয়েকঘন্টা তালা বন্দি করে রাখেন উত্তেজিত জনতা। ঘটনার খবর পেয়ে এগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌছায়। পুলিশকে ঘিরেও দফায় দফায় বিক্ষোভ দেখায় এলাকাবাসী। পরে পুলিশের মধ্যস্থাতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে গ্রামবাসীদের দাবি, অভিযুক্ত প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক দেবাশিষ সাউ স্কুলের অভিভাবকদের কাছে অবিলম্বে হিসেব পেশ না করেন তাহলে স্কুল বন্ধের হুঁশিয়ারিও দিয়েছেন। কিন্তু এ প্রসঙ্গে ওই স্কুলের প্রধান শিক্ষক কোন কিছুই বলতে চাননি।
No comments