Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দীঘা সৈকতে স্পিড বোর্ডের পাখায় ক্ষত বিক্ষত হল এক পর্যটক যুবক

দীঘা সৈকতে স্পিড বোর্ডের পাখায় ক্ষত বিক্ষত হল এক পর্যটক যুবকপূর্ব মেদিনীপুর জেলার নিউ দীঘা সৈকতে স্পিড বোর্ডের পাখায় ক্ষত বিক্ষত হল এক পর্যটক যুবক। ঘটনা ঘেরে রীতিমতো পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে!ঘটনায় প্…

 




দীঘা সৈকতে স্পিড বোর্ডের পাখায় ক্ষত বিক্ষত হল এক পর্যটক যুবক

পূর্ব মেদিনীপুর জেলার নিউ দীঘা সৈকতে স্পিড বোর্ডের পাখায় ক্ষত বিক্ষত হল এক পর্যটক যুবক। ঘটনা ঘেরে রীতিমতো পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে!

ঘটনায় প্রকাশ মঙ্গলবার দুপুরে নাগাদ নিউ দীঘার হলিডেহোম ঘাটে স্নান করার সময় এক পর্যটকে আচমকাই স্পিড বোট ধাক্কা মারে। ঘটনার পর্যটক যুবকের পায়ে হাতে পেটে স্পিড বোর্ডের পাখায় ক্ষতবিক্ষত হয়ে যায়। ঘটনা নজরে পড়লে দীঘা থানার পুলিশ কর্মীটার তড়িঘড়ি ওই পর্যটককে উদ্ধার করে দীঘা রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যায়।অবস্থার অবনতি হলে তাকে কলকাতা স্থানান্তরিত করা হয়।


পুলিশ সূত্রে জানা যায় আহত পর্যটকের নাম সরুপ আলী মোল্লা (৩৩)। তার বাড়ি রাজারহাটের বিদ্যাধরপুর এলাকায়। চার বন্ধুবান্ধব মিলে গতকাল দীঘায় বেড়াতে আসে পুজোর ছুটিতে। আজ দুপুরে স্নান করতে নেমে ঘটে যায় এমন বিপত্তি।পর্যটক মরশুমে সমুদ্র স্নানে স্পিডবোট গুলি চালানোর ফলে পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে।

No comments