শব্দবাজি এবং বাজি তৈরি করার মসলা উদ্ধার করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ
বিজয় দশমীর গভীর রাতে প্রচুর পরিমাণে শব্দবাজি এবং বাজি তৈরি করার মসলা উদ্ধার করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।
দশমীর রাত বারোটা নাগাদ কোলাঘাট থানার গ্রামে এক ব্…
শব্দবাজি এবং বাজি তৈরি করার মসলা উদ্ধার করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ
বিজয় দশমীর গভীর রাতে প্রচুর পরিমাণে শব্দবাজি এবং বাজি তৈরি করার মসলা উদ্ধার করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।
দশমীর রাত বারোটা নাগাদ কোলাঘাট থানার গ্রামে এক ব্যক্তির বাড়ি থেকে প্রচুর পরিমাণে শব্দ বাজিয়ে এবং বাজিয়ে তৈরি করার মসলা উদ্ধার করল পুলিশ। তমলুকের sdpo সাকিব আহমেদের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গোপন সূত্রে খবর পেয়ে কোলাঘাটের পূর্ণ চন্দ্র দাস নামে এক ব্যক্তির বাড়িতে কে প্রচুর পরিমাণে শব্দবাজি এবং বাজি তৈরি করার মসলা উদ্ধার করেন। ইতিমধ্যে ওই বাড়ি থেকে পূর্ণচন্দ্র বাবুকে আটক করে নিয়ে যায় কোলাঘাট থানার পুলিশ। অন্যদিকে শব্দবাজি কে নিরাপদ নির্দিষ্ট স্থানে নিয়ে যায়। পুজোর মধ্যে এত বারুদ উদ্ধার উদ্বেগ বাড়াচ্ছে পুলিশ প্রশাসনকে।
No comments