Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শোভাযাত্রা দুর্গাপূজা কার্নিভাল ২০২৩

বিসর্জনের বিশেষ শোভাযাত্রা দুর্গাপূজা কার্নিভাল ২০২৩। সারা রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে মহকুমা শাসকের করণের বিপরীতে হলদিয়া মেচেদা রাজ্য সড়কের উপরে দুর্গাপূজা কার্নিভাল অনুষ্ঠিত হবে বিকেল পাঁচটায়। তমলুক হাস…

 



বিসর্জনের বিশেষ শোভাযাত্রা দুর্গাপূজা কার্নিভাল ২০২৩। সারা রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে মহকুমা শাসকের করণের বিপরীতে হলদিয়া মেচেদা রাজ্য সড়কের উপরে দুর্গাপূজা কার্নিভাল অনুষ্ঠিত হবে বিকেল পাঁচটায়। তমলুক হাসপাতাল মোড় থেকে বিশেষ শোভাযাত্রা শুরু হবে শেষ হবে তমলুকের নিমতলা মোড়ে। প্রায় কুড়িটি পুজো কমিটি এই কার্নিভালে অংশগ্রহণ করবেন। উপস্থিত থাকবেন রাজ্যের একাধিক মন্ত্রী এবং বিধায়ক, প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। গত বছরের তুলনায় এ বছর দুর্গাপুজোর কার্নিভাল দেখতে প্রচুর মানুষ ভিড় জমাবে এমনটাই মনে করছে জেলা প্রশাসন। তাই পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শুরু  হল  শোভাযাত্রা 

নারী প্রগতি রেগুলেটরি মার্কেটিং, বেনেপুকুর সর্কার,  তমলুক, চিলর্ডেন পার্ক আমরা সবাই , ডিমারী সার্বজনীন দুর্গোৎসব , এনসিসি নন্দকুমার, তমলুক স্পোটিং ক্লাব,আদি  তাম্রলিপ্ত  সার্বজনীন দুর্গোৎসব কমিটি রাজাবাজার, চৌরাস্তা শক্তি সংঘ মারিশদা,নরঘাট সার্বজনীন দুর্গোৎসব কমিটি,ওলা বিবি দুর্গোৎসব কমিটির কামারচক তমলুক, মধুসূদন বাড় সংগ্রামি সাথী পাশকুড়া, মহিষাদল  স্পোর্টিং ক্লাব, বিদ্যাসাগর ময়দান চণ্ডিপুর,জয়রামবাটি পূর্ব মেদিনীপুর, আমরা সবাই সৈয়দপুর।

No comments