জেলায় ৩১ কোটির মদ বিক্রি
পুজোয় চিয়ার্স বাঁধন ছাড়া। তাই পুজোর দিনগুলিতে মজে ছিলেন সুরাপ্রেমীরাও। ষষ্ঠী থেকে দশমী, শুধুমাত্র পূর্ব মেদিনীপুর জেলাতেই মদ বিক্রি হয়েছে ৩১ কোটি ৮ লক্ষ টাকার। দিঘা, মন্দারমণি, তাজপুরেও ছুটল মদের ফো…
জেলায় ৩১ কোটির মদ বিক্রি
পুজোয় চিয়ার্স বাঁধন ছাড়া। তাই পুজোর দিনগুলিতে মজে ছিলেন সুরাপ্রেমীরাও। ষষ্ঠী থেকে দশমী, শুধুমাত্র পূর্ব মেদিনীপুর জেলাতেই মদ বিক্রি হয়েছে ৩১ কোটি ৮ লক্ষ টাকার। দিঘা, মন্দারমণি, তাজপুরেও ছুটল মদের ফোয়ারা। পর্যটনের জেলা পূর্ব মেদিনীপুর। পুজোর সময় দিঘাতে ছিল মারকাটারি ভিড়। ছুটি উপভোগ করতে সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছিলেন 'আমুদে' বাঙালি। দিঘা ছাড়াও রয়েছে শংকরপুর মন্দারমণির মতো পর্যটন কেন্দ্র। দশমীর দিন অনেকেই শেষ বেলাটুকু সৈকতে উপভোগ করতে আগ্রহী। স্বাভাবিকভাবেই এই জায়গাগুলিতে মদ ব্যবসার একটা রমরমা ছিল বলে মনে করছেন জেলার আবগারি দপ্তরের আধিকারিকরা।
শুধুমাত্র একটি জেলাতেই প্রায় ৩১ কোটি টাকার মদ বিক্রি হওয়ায় ফুলে ফেঁপে উঠেছে আবগারি দপ্তরের ব্যবসা। জেলা আবগারি দপ্তর সূত্রে
খবর, পূর্ব মেদিনীপুরে শুধু ষষ্ঠীতেই মদ বিক্রি হয়েছে ৫ কোটি ১১ লক্ষ ৫ হাজার ২৫৭ টাকার। এর মধ্যে দেশি মদ বিক্রি হয়েছে ৬৮ হাজার ৬৭৪ দশমিক ১৬ লিটার। বিদেশি মদ বিক্রি হয়েছে ৩০ হাজার ৯১৯ দশমিক ১২ লিটার এবং বিয়ার বিক্রি হয়েছে ৪৪ হাজার ৭৯ দশমিক ৮৮ লিটার। সপ্তমীতে পূর্ব মেদিনীপুরে মদ বিক্রি হয়েছে ৬ কোটি ৩৪ লক্ষ ৭৯ হাজার ৬১০ টাকার। এদিন দেশি মদ বিক্রি হয়েছে ৭২ হাজার ৭৮৬ দশমিক ৪ লিটার, বিদেশি মদ বিক্রি হয়েছে ৩৬ হাজার ৩৭১ দশমিক ৯৯ লিটার। অষ্টমীতে জেলায় মদ বিক্রি হয়েছে ৬ কোটি ৪২ লক্ষ ২৮ হাজার ৭৪৪ টাকার। এর মধ্যে মোট দেশি মদ বিক্রি হয়েছে ৬৮ হাজার ৩৯৭ দশমিক ৯৬ লিটার। বিদেশি মদ বিক্রি হয়েছে ৪০ হাজার ৬০৮ দশমিক ৩১ লিটার এবং বিয়ার বিক্রি হয়েছে ৬৫ হাজার ৪৮৯ দশমিক ৯০ লিটার। এদিন মোট দোকান খোলা ছিল ২৭৯টি।
No comments