নন্দকুমার ব্লকের বিডিও কে মানপত্র দিয়ে বিদায় সংবর্ধনা জানালেন ব্লকের সভাপতি শিবানী দে কুন্ডুনন্দকুমার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক-মাননীয়া শানু বক্সী হে বরেন্যা আপনার সান্নিধ্যে আমি উচ্ছ্বসিত। আপনার ঋজু ব্যক্তিত্ব, সুষ্ঠু…
নন্দকুমার ব্লকের বিডিও কে মানপত্র দিয়ে বিদায় সংবর্ধনা জানালেন ব্লকের সভাপতি শিবানী দে কুন্ডু
নন্দকুমার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক-
মাননীয়া শানু বক্সী
হে বরেন্যা
আপনার সান্নিধ্যে আমি উচ্ছ্বসিত। আপনার ঋজু ব্যক্তিত্ব, সুষ্ঠু বাচনভঙ্গি এবং আপনার কর্মের প্রতি ভালোবাসা মহিমান্বিত করেছে আপনার কর্মক্ষেত্র। আপনার সততা ও নিষ্ঠা নন্দকুমার বাসীকে সমৃদ্ধ করেছে। আপনার অনাবিল লাস্যময়ী হাসিমুখে জনগণের সহিত কথা বলা আলাদা প্রেরণা জুগিয়েছে জনমানুষে। শৃঙ্খলাবোধ ও সঠিক পথে কর্মক্ষেত্র কে পরিচালনা করার যে মন্ত্র আপনি জন মানুষের সঞ্চারিত করেছেন তা জনগণের কাছে অনুসরণযোগ্য। আমি নন্দকুমার পঞ্চায়েত সমিতির সভাপতির দায়িত্ব গ্রহণের পর আমার মনে আপনাকে নিয়ে দুই নারী শক্তির যুগল বন্ধনে আবদ্ধ হয়ে নন্দকুমারকে এক নতুন রূপে, নতুন সাজে সাজাতে চেয়েছিলাম। কিন্তু কর্মক্ষেত্রে আপনার পট পরিবর্তনে খুবই কষ্ট পেলাম। মহাকালের অমোঘ নিয়মে ও প্রকৃতির বাধ্যবাধকতায় আপনার পেশাগত পরিবর্তন মেনে নিতেই হয়। তবে বেদনা-বিধুর হৃদয় পটে প্রত্যহ আপনার উজ্জ্বল উপস্থিতি থাকবে। আপনার নতুন কর্মজীবনের সুখ সমৃদ্ধি একান্ত মনে কামনা করি। আপনার নিরোগ ও কর্ম বহুল দীর্ঘ জীবনের উদ্দেশ্যে ঈশ্বরের কাছে রইল আমার সম্মক প্রার্থনা।
শুভেচ্ছান্তে
শিবানী দে কুন্ডু সভাপতি, নন্দকুমার পঞ্চায়েত সমিতি।
No comments