ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/mWs2olXQUzAকুরবান শাহ স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবির দুঃস্থদের পোশাক বিতরণ২০১৯ সালের ৭ই অক্টোবর পাঁশকুড়ার তৃণমূল নেতা ও তৎকালীন পাঁশকুড়া এক ব্লকের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কুরবান শাহ দু…
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/mWs2olXQUzA
কুরবান শাহ স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবির দুঃস্থদের পোশাক বিতরণ
২০১৯ সালের ৭ই অক্টোবর পাঁশকুড়ার তৃণমূল নেতা ও তৎকালীন পাঁশকুড়া এক ব্লকের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কুরবান শাহ দুষ্কৃত কারীর হাতে নিহত হন। তারপরের বছর থেকে এই দিনটিতে রক্তদান শিবির দুস্থদের বস্ত্র বিতরণ ও স্মরন সভার আয়োজন করা হয়, আজকে কুরবান শাহার পরিবারের পক্ষ থেকে এই রক্তদান শিবিরে শতাধিক ব্যাক্তি রক্তদান করেন, দুই শতাধিক ব্যক্তিদের অস্ত্র বিতরণ করা হয়, এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন আফজল সাহা, শেখ সমীর উদ্দিন, হামিদুল খান, অজিত সামন্ত একাধিক ব্যক্তিগণ।
No comments