Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এগরা পুরসভার ১২ নং ওয়ার্ডে জল নিকাশি হাই ড্রেনের উপর ঢাকনা বসানোকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতর তুঙ্গে

এগরা পুরসভার ১২ নং ওয়ার্ডে জল নিকাশি হাই ড্রেনের উপর ঢাকনা বসানোকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতর তুঙ্গে 
পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভার ১২ নং ওয়ার্ডে জল নিকাশি হাই ড্রেনের উপর ঢাকনা বসানোকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতর তুঙ্গ…




 এগরা পুরসভার ১২ নং ওয়ার্ডে জল নিকাশি হাই ড্রেনের উপর ঢাকনা বসানোকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতর তুঙ্গে 


পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভার ১২ নং ওয়ার্ডে জল নিকাশি হাই ড্রেনের উপর ঢাকনা বসানোকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতর তুঙ্গে । একে অন্যের ঘাড়ে দোষারোপে লিপ্ত। কয়েক মাস আগে এগরা পুরসভার ১২ নং ওয়ার্ডের কসবা এগরা মৌজার বাসিন্দা শেখ আকতার মুখ্যমন্ত্রীর গিভেন্স সেলে জল নিকাশি ড্রেনের ঢাকনা না থাকার অভিযোগ জানিয়েছিলেন। অভিযোগ ছিল দীর্ঘদিন ড্রেনের কাজ হওয়ার পরেও ঢাকনা না থাকায় বর্ষাকালে ডেঙ্গু মশার প্রদুর্ভাব ঘটেছে। সেইসঙ্গে নোংরা জল জমে দুর্গন্ধে নাজেহাল এলাকাবাসী। পরে নবান্ন থেকে রিপোর্ট আসে এগরা পুরসভায়। সমস্ত বিষয় খতিয়ে দেখে নবান্নে রিপোর্ট পাঠানোর নির্দেশ আসে। এবিষয়ে এগরা পুরসভার পুরপ্রধান স্বপন কুমার নায়ক জানিয়েছেন, ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর এই বিষয়টি নিয়ে পুরসভায় কিছুই জানায়নি। তাই কাজ হয়নি। তবে পুজোর পর দ্রুত কাজ হবে। এ বিষয়ে এগরা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত সাউ স্থানীয় পুরপ্রধান স্বপন নায়কের বার্ধক্যজনিত কারণে স্মৃতিভ্রম হচ্ছে বলে কটাক্ষ করেন। কিন্তু কবে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় হাইড্রেনের উপরে পুরোপুরি ঢাকনা বসানো হবে! সেই আশায় প্রহর গুনছেন স্থানীয় এলাকার বাসিন্দারা।

No comments