নারীকে ছুঁতে পারা সাধনার বিষয়শরীর ছুঁয়েই যে পুরুষ বলে নারীকে ছুঁয়েছি, সে নির্বোধনারীর হৃদয় ছুঁয়েই তবে দেহ ছুঁতে হয়শরীর তো ধর্ষকও ছোঁয়।
পুরুষের ভালোবাসা পাওয়াও সাধনার বিষয়।দেহদানের পরেই যে নারী ব'লে পুরুষের ভালোবাসা পেয়েছি,…
নারীকে ছুঁতে পারা সাধনার বিষয়
শরীর ছুঁয়েই যে পুরুষ বলে নারীকে ছুঁয়েছি, সে নির্বোধ
নারীর হৃদয় ছুঁয়েই তবে দেহ ছুঁতে হয়
শরীর তো ধর্ষকও ছোঁয়।
পুরুষের ভালোবাসা পাওয়াও সাধনার বিষয়।
দেহদানের পরেই যে নারী ব'লে পুরুষের ভালোবাসা পেয়েছি, সে নির্বোধ
পুরুষের বিশ্বাস ছুঁয়েই দেহ ছুঁতে হয়
শরীর তো বেশ্যাও দেয়।
বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে আবির্ভুত আধুনিক বাংলা কবিদের অন্যতম একজন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী।
'উলঙ্গ রাজা', 'কলকাতার যীশু', কিংবা 'অমলকান্তি'র মতো বিখ্যাত সব কবিতার স্রষ্টা তিনি।
কবি তার 'উলঙ্গ রাজা’ কাব্যগ্রন্থের জন্য ১৯৭৮ সালে ‘সাহিত্য অকাদেমি’ পুরস্কার পান। এছাড়াও ১৯৫৮ সালে ‘উল্টোরথ পুরস্কার’, ১৯৭০ সালে ‘তারাশঙ্কর স্মৃতি’ ও ১৯৭৬ সালে ‘আনন্দ শিরমণি’ পুরস্কার পান। ২০০৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে সাম্মানিক ডি. লিট প্রদান করে। পশ্চিমবঙ্গ সরকার তাকে বঙ্গবিভূষণ সম্মান দিয়ে সম্মানিত করেছিলেন।
তার প্রথম কবিতার বই ‘নীল নির্জন’ প্রকাশিত হয়েছিল ১৯৫৪ সালে।এরপর ‘অন্ধকার বারান্দা’, ‘নিরক্ত করবী’, ‘নক্ষত্র জয়ের জন্য’, ‘আজ সকালে’ সহ অসংখ্য কবিতার বই প্রকাশ পায়। কবি ১৯৫১ সালে যোগ দিয়েছিলেন 'আনন্দবাজার' পত্রিকায়। দীর্ঘ সময় তিনি ‘আনন্দমেলা’ পত্রিকাও সম্পাদনা করেছেন।
কবি তার 'অমলকান্তি' কবিতাটি নিয়ে বলেছিলেন,
"অমলকান্তি কবিতার ঘটনাটি বাস্তব। অমলকান্তি আমার বন্ধু, খুবই গরিব ঘরের ছেলে ছিল। বস্তিতে থাকত। আমি তখন ক্লাস নাইনে পড়ি। একদিন খেলা শেষে বন্ধুরা মিলে গড়ের মাঠে বসে কে কী হতে চাই—তা নিয়ে কথা বলছিলাম। কেউ বলল, ডাক্তার হবে। কেউ উকিল, কেউ বা মাস্টার। অমলকান্তিকে বললাম, তুই কী হবি? অমলকান্তি বলল, আমি রোদ্দুর হব। ওর কথাটি আমার মাথায় ছিল। পরে লিখলাম কবিতাটি। কবিতাটি আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ অন্ধকার বারান্দায় আছে। আচ্ছা, বলো তো অমলকান্তি কেন রোদ্দুর হতে চায়? কারণ, ঘিঞ্জি বস্তিবাড়িতে থাকার ফলে সে রোদ্দুর পায় না। তাই সে নিজেই রোদ্দুর হয়ে যেতে চেয়েছে।"
ছেলেবেলায় নীরেন্দ্রনাথের 'অমলকান্তি' পড়ে একদিন খুব কেঁদেছিলাম। নিজেকে কতবার আমি অমলকান্তি ভেবেছি। তুমুল ভাবে রোদ্দুর হতে চাইতাম!
"ক্ষান্তবর্ষণ কাক-ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর,
জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প-একটু হাসির মতো লেগে থাকে।"
আজ কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মদিন। আজ কলকাতার যীশুর জন্মদিন। আজ অমলকান্তির স্রষ্টার জন্মদিন। ১৯২৪ সালের ১৯ অক্টোবর বাংলাদেশের ফরিদপুরে চান্দ্রা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।
No comments