বিদ্যালয়ে বার্ষিক সৃজনশীল প্রতিভা বিকাশ অনুষ্ঠান
অনন্তপুর দেশপ্রান জাতীয় বিদ্যা মন্দিরে বার্ষিক সৃজনশীল প্রতিভা বিকাশ অনুষ্ঠান। ১৮ ই অক্টোবর ২৩, বুধবার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - ই সি এল ম্যানেজার সৌভিক দত্ত গুপ্ত, প্রাক্তন …
বিদ্যালয়ে বার্ষিক সৃজনশীল প্রতিভা বিকাশ অনুষ্ঠান
অনন্তপুর দেশপ্রান জাতীয় বিদ্যা মন্দিরে বার্ষিক সৃজনশীল প্রতিভা বিকাশ অনুষ্ঠান। ১৮ ই অক্টোবর ২৩, বুধবার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - ই সি এল ম্যানেজার সৌভিক দত্ত গুপ্ত, প্রাক্তন প্রধান শিক্ষক বিল্বপদ মাইতি, সঙ্কর চন্দ্র খাটুয়া, প্রাক্তন ছাত্র সমাজ কর্ম বিশেষজ্ঞ ও ভারতীয় রেলওয়ে কর্মচারী ছবিলাল পাল, আশদতলিয়া গ্ৰাম পঞ্চায়েত এর প্রধান শ্রীমতী রানু মিশ্র।
সকল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে, বহুমুখী কাজকর্মে অগ্রগতি বিষয়ে ঐকান্তিক প্রচেষ্টায় আলোকপাত করে পুরস্কারের আয়োজন করেছেন বর্তমান প্রধান শিক্ষক সুকুমার মন্ডল মহোদয় যা বিরলতম দৃষ্টান্ত। সকল শিক্ষক মহোদয়গন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব নিয়ে সমগ্র অনুষ্ঠান সবাঙ্গসুন্দর ভাবে বাস্তবায়ন করেছেন। একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের দ্বারা অনুষ্ঠিত মহিষাসুরমর্দিনী নিবেদন সকলের মনোরঞ্জন করেছেন। সমগ্র অনুষ্ঠান এর সঞ্চালক ছিলেন সহ শিক্ষক জয়দেব পাল।
No comments