ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/Qcx1Yw5euq8
অষ্টমী পূর্ণ তিথিতে সন্ধি পুজোর শুভক্ষণে ভক্তিমূলক গান শোনালেন- মেখলা
আজ মহা অষ্টমী পূর্ণ তিথিতে বিবেকানন্দ মিশন মুক্তিধাম মন্দিরে শারদীয়া দুর্গা উৎসবে সন্ধিপূজায় উপস্থিত ছিলেন ব…
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/Qcx1Yw5euq8
অষ্টমী পূর্ণ তিথিতে সন্ধি পুজোর শুভক্ষণে ভক্তিমূলক গান শোনালেন- মেখলা
আজ মহা অষ্টমী পূর্ণ তিথিতে বিবেকানন্দ মিশন মুক্তিধাম মন্দিরে শারদীয়া দুর্গা উৎসবে সন্ধিপূজায় উপস্থিত ছিলেন বহু ভক্তবৃন্দ।
সকলেই সন্ধিপূজো পুষ্পাঞ্জলি দিলেন। সন্ধি পূজোর পরেই ( সুখ প্রদীপ ) একশত আট টা প্রদীপ প্রজ্জ্বলন হয়। অবশেষে ভক্তিমূলক গান পরিবেশন করেন মিশরের মহারাজ এবং অতিথি শিল্পী ভক্তিমূলক গান গেয়ে সকলের মন জয় করলেন বাজিতপুর গ্রামের বাসিন্দা শিক্ষক মধুপ রায়ের একমাত্র কন্যা মেঘলা রায়।
তবলায় সঙ্গৎ করেন সুবর্ণ চক্রবর্তী।
বিবেকানন্দ মিশন আশ্রম মুক্তিধাম মন্দির অষ্টমীর শুভক্ষণে সন্ধি পূজা উপস্থিত ছিলেন শিক্ষক মধুপ রায় এবং মেখলা রায়ের মা লিলিমা রায়।
সন্ধিপুজোর শুভক্ষণে মেঘলা রায়ের সাথে এবং মিশনের আবাসিক মহারাজের সাথে তবলা বাজালেন সুবর্ণ চক্রবর্তী।আজ অষ্টমীর পুণ্য তিথিতে সুবর্ণ কে আশীর্বাদ করলেন মহারাজ।
চৈতন্যপুর বাজিতপুরে বাড়ি মেঘলা রায় বিভিন্ন জায়গায় ভক্তিমূলক সংগীত পরিবেশন করার জন্য আমন্ত্রণ আসেন। বিভিন্ন জায়গায় গান গেয়ে সকলের মন জয় করে নিয়েছেন মেঘলা, শিল্প শহর হলদিয়া সহ পূর্ব মেদিনীপুর জেলায় ভক্তিমূলক গানের ডালি নিয়ে বিভিন্ন জায়গায় সঙ্গীত পরিবেশন করেন মেঘলা রায়।
বাড়িতে প্রতিষ্ঠিত শ্রী শ্রীমা সারদা এবং রামকৃষ্ণ পরমহংসদেব রায় পরিবারের বাড়িতে বিরাজ করছেন। প্রত্যহ সকালে নাম কীর্তন এর মধ্য দিয়ে মেঘলা সঙ্গীত জগতে প্রবেশ করেছেন বাবা মধুপ রায় এবং মা নীলিমা রায়ের হাত ধরে। মেঘলা রায়ের কন্ঠে ভক্তিমূলক সঙ্গীতের মধ্যে কীর্তন গানে জনপ্রিয় হয়ে উঠেছে মেখলা।
No comments